ওয়েবডেস্ক: ঘরে বাইরে দুই দিকে সাঁড়াশি চাপে রয়েছে পাকিস্তান (Pakistan)। একদিকে ঋণের দায়ে জর্জরিত এই দেশ, তারপরেও বিশ্ব ব্যাঙ্কের কাছে হাত পেতে রেখেছে। তার মধ্যে সন্ত্রাসবাদকে মদতকে দেওয়ার জন্য নিজের যাঁতাকলে এবার নিজেই ফেঁসেছে পাকিস্তান। তার মধ্যে বালোচ বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশভাগ বলা যায় সময়ের অপেক্ষা!
বালুচিস্তানকে (Balochistan) স্বাধীন করতে ফের ভারতের কাছে আর্জি বালুচিস্তান লিবারেশন আর্মির (Balochistan Liberation Army) (বিএলএ)। নতুন করে এই বার্তা দিয়েছে তারা ।
বিএলএ’র দাবি ১৯৭১ সালে বাংলাদেশ পাক যুদ্ধে আত্মসমর্পণকারী পাক বাহিনী থেকে ৯৩ হাজার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছিল, তা বালোচ লিবারেশন আর্মির হাতে তুলে দিক ভারত। একটি ভিডিয়ো বার্তায় বালোচ আর্মিকে বলতে শোনা যায়, যে ৯৩ হাজার অস্ত্র পাক সেনার হাতে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, তা আমাদের হাতে তুলে দিন। তার পর দেখুন আমরা কীভাবে লড়াই করি, দেখুন কীভাবে পাকিস্তানের পতন হয়। আমাদের পরমাণু অস্ত্র, মিসাইল লাগবে না।‘ একটি প্রেস বিবৃতি দিয়ে বিএলএ ভারতের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। বিবৃতিতে বালোচ বলেছে, আপনারা পাকিস্তানকে আক্রমণ করুন আর আমরা দক্ষিণ থেকে হামলা চালাব। গুঁড়িয়ে যাবে পাকিস্তান।
আরও পড়ুন: চিনের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা আমেরিকার
উল্লেখ্য, ভারত পাক উত্তেজনা মাঝেই বালোচ বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে। সরকারি ভবন থেকে পাকিস্তানের পতাকা টেনে বালুচিস্তানের পতাকা ওড়ায় তারা। ভারতে বালুচিস্তানের দূতাবাসও খুলতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল।
রবিবার বিএলএ’র মুখপাত্র জায়ান্দ বালোচ জানান, পাক সেনার বিরুদ্ধে অপারেশন হেরফ (Operation Herof) চলছে। বালুচিস্তানের ৫১ স্থানে ৭১ টি হামলা চালনো হয়েছে। বিএলএ’ র নিশানায় রয়েছে পাক সেনার কনভয়, আউটপোস্ট, গুপ্তচর, সুইসাইড স্কোয়াড, গুপ্তচর ও খনিজ পরিবহনকারী যানবাহন।
বালোচদের দাবি পাকিস্তান অন্যায় ভাবে বালুচিস্তান দখল করেছে। পাকিস্তানের কাছে তারা নির্যাতন ও অত্যাচারের শিকার। এবার পাকিস্তানকে জবাব দেওয়ার সময় এসেছে।
দেখুন অন্য খবর-