ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা এড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিন সংঘর্ষ বিরতির মেয়াদ সংক্রান্ত বিষয়ে নিয়ে দুই দেশের মিলিটারি অপারেশনের ডিজিএমও স্তরে বৈঠক হচ্ছে। তবে তারই মধ্য সীমান্ত এলাকায় পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হচ্ছে। ভারত ও পাকিস্তানের উত্তেজনার জেরে দেশের অনেকগুলি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। শনিবার থেকে সংঘর্ষ বিরতি চলছে। সোমবার ফের দুদেশের বৈঠক চলছে। তারই মধ্যে বন্ধ থাকা ৩২টি বিমানবন্দর এদিন খোলা হয়েছে। উত্তর ও উত্তর পশ্চিমে ওই এয়ারপোর্টগুলি খোলা হয়েছে। অপারেশন সিঁদুরের তিন দিন পর শনিবার থেকে ওই বিমানবন্দরগুলি বন্ধ ছিল। এর মধ্যে রয়েছে শ্রীনগর ও অমৃতসরের এয়ারপোর্ট।
এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ মে পর্যন্ত ওই বিমানবন্দরগুলি বন্ধ থাকার নোটিস ইস্যু করা হয়েছিল। সেগুলি তার আগেই খুলে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: দুপুর ১২টায় আলোচনায় বসবেন ভারত-পাকিস্তানের DGMO
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা হয়। তাতে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। পাকিস্তানের মদতে ওই হামলা হয়। এর জবাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে প্রত্যাঘাত করে ভারত। জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর পাকিস্তান ভারতের সেনা ঘাঁটি টার্গেট করে। ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। সেসময় নিরাপত্তার কথা ভবে ওই এয়ারপোর্টগুলি বন্ধ রাখা হয়। সোমবার সকালে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে ওই এয়ারপোর্টগুলি খোলার কথা জানানো হয়েছে।
দেখুন অন্য খবর: