কলকাতা: রাজ্যজুড়ে প্রখর রোদ ও গরম হাওয়া (Heatwave in Kolkata)। সকাল থেকেই সূর্যের তেজে অস্থির শহরবাসী (West Bengal Weather Update)। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা এই মৌসুমের অন্যতম উষ্ণতম দিন হিসেবে ধরা হচ্ছে। আবহাওয়া দফতরের মতে, বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৫১ শতাংশ, যা ঘাম ঝরানো অস্বস্তিকে আরও বাড়িয়ে তুলছে।
আগামীকাল ১৩ মে থেকে শহরের আকাশে জমতে পারে কালো মেঘ। পূর্বাভাস অনুযায়ী, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ঝড়-বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও তাপমাত্রা বিশেষ কমার আশা নেই। বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া মূলত পরিষ্কারই থাকবে, তবে শুক্রবার থেকে ফের এক দফা ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: বুদ্ধপূর্ণিমায় কমবে মেট্রো সংখ্যা, জেনে নিন টাইম টেবিল জেনে রাখুন
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরির ইঙ্গিত মিলছে, যা ক্রমশ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এই অবস্থার ফলে আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এই মুহূর্তে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, গরম থেকে বাঁচতে দিনে প্রচুর জল পান করুন এবং হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। বিশেষত দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে অকারণে রোদে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বাইরে গেলে অবশ্যই ছাতা বা টুপি ব্যবহার করুন।
সব মিলিয়ে মে মাসের শুরুতেই শহর কলকাতা প্রবল গরমে নাজেহাল। তার সঙ্গে বাড়তি দুশ্চিন্তা—আসন্ন ঘূর্ণিঝড় কি সত্যিই রূপ নেবে? নাকি সাময়িক মেঘলা আকাশই হবে একমাত্র শান্তির বার্তা? আপাতত চাতক পাখির মতো বৃষ্টি আর ঠান্ডা হাওয়ার অপেক্ষাতেই দিন গুনছে শহরবাসী।
দেখুন আরও খবর: