কলকাতা: আজ সোমবার বুদ্ধপূর্ণিমা। ব্লু লাইনে কমবে মেট্রো (Kolkata Metro) চলাচল। কবি সুভাষ-দক্ষিণেশ্বর (Kavi Subhash-Dakshineswar) রুটে অন্যান্য দিনের থেকে কম মেট্রো চলবে। দিনভর এই লাইনে সাধারণত দৈনিক ২৬২টি মেট্রো চললেও বুদ্ধপূর্ণিমায় চলবে ২৩৬টি মেট্রো (১১৮ জোড়া)।
ট্রেন সংখ্যা কমলেও প্রান্তিক স্টেশন থেকে প্রথম এবং শেষ মেট্রো যথারীতি নির্ধারিত সময়েই চলবে। সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে পরিষেবা চলবে। অপরদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো ভোর ৬টা ৫৫ মিনিট থেকে।
আরও পড়ুন: আগামী আড়াই ঘণ্টায় ধেয়ে আসছে প্রবল ঝড়… কী করবেন… কী করবেন না… দেখে নিন বড় আপডেট
রাতেও মেট্রো পরিষেবা থাকবে স্বাভাবিক ও সময় মতো। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে রাত ৯টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম রুটে রাত ৯টা ৪০ মিনিটে।
রাতেও শেষ মেট্রো পরিষেবা থাকবে স্বাভাবিক সময়ানুযায়ী। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে রাত ৯টা ২৮ মিনিটে এবং কবি সুভাষ থেকে দমদম রুটে রাত ৯টা ৪০ মিনিটে। এছাড়া, রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে একটি মেট্রো। আরও জানা গিয়েছে, বুদ্ধপূর্ণিমার দিন গ্রিন লাইন ১, গ্রিন লাইন ২, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।
দেখুন আরও খবর: