 
								                                 
                           
                        আগামী ৪ আগষ্ট কিংবদন্তি শিল্পী কিশোর কুমার(Kishore Kumar) এর জন্মদিন(Birthday)। আগামী ৩১ জুলাই এই উপলক্ষে কলকাতার নজরুল মঞ্চে(Nazrul Mancha) হবে সঙ্গীতানুষ্ঠান “জীবন কে হর মোড় পে” (Jiban Ke Har More Pe)। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন অমিত কুমার(Amit Kumar), শৈলজা সুব্রমণিয়ম, অলোক কাটডারে, কিশোর সোধা ( ট্রাম্পেট ) এবং কিশোর কুমাররে নাতনি মুক্তিকা গাঙ্গুলি(Grand Daughter of Kishore Kumar Muktika Ganguly)।
আরও পড়ুন: বিজয় দেবরকোন্ডার ছবি ‘কিংডম’ কী মাইলস্টোন হতে চলেছে! কি বলছেন সংগীত পরিচালক!
বাবা অমিত কুমার ও দাদু কিশোর কুমারের পদাঙ্ক অনুসরণ করে এদিনের সন্ধ্যায় অমিত কুমারের সঙ্গে থাকছেন মুক্তিকা। এই অনুষ্ঠানের উদ্যোক্তা বেঙ্গল ওয়েব সলিউশন, রাজেশ্বরী ইভেন্ট ম্যানেজমেন্ট, রেড ক্রিয়েটিভ আর্ট এন্ড ইভেন্ট ও ভাবনা।

উল্লেখ্য, অমিত কুমার এর বিশেষ কিশোর স্মরণে করা অ্যালবাম “বাবা মেরে”তে মুক্তিকা গাঙ্গুলির গানে আত্মপ্রকাশ ঘটেছিল। সাথে গান গেয়েছিলেন নিজেরই সুরে অমিত কুমার স্বয়ং।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে কিশোর কুমার এর পাশাপাশি আর এক কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের গানেরও উদযাপন করা হবে। কিশোর কুমার এবং আশা ভোঁসলে এক সঙ্গে অনেক দ্বৈত কণ্ঠে কালজয়ী গান করেছেন। এদিনের অনুষ্ঠানের নামকরণ তেমনই এক জনপ্রিয় গানের রেশ ধরেই “জীবন কে হর মোড় পে”। গানের পাশাপাশি থাকবে স্মৃতিচারণা, গানের গল্প বলবেন স্বয়ং অমিত কুমার।
অমিত কন্যা মুক্তিকা গাঙ্গুলি জানালেন,”আমি স্টেজ শো করতে ভীষণ ভালোবাসি। বাবাকেও দেখছি ছোট্ট বয়স থেকে স্টেজে কি ভাবে এত শ্রোতাদের আনন্দ দেন। আর দাদুর জায়গায় পৌঁছন তো সম্ভবই নয়। বাবা বলেন আনন্দ করে গান কর। সেটা মাথায় রেখে চলি। ”
দেখুন অন্য খবর: