ওয়েব ডেস্ক: পহেলগামে জঙ্গি হামলার (Pahelgam Terror Attack) পরে পাকিস্তানকে কড়া জবাব ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। ভারত-পাকিস্তান (India-Pakistan Conflict) সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের পুঞ্জে অনেক শিশু তাদের বাবা-মাহারা। এবার সেই শিশুদের দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। জানা গিয়েছে, ২২ জন শিশুকে তিনি দত্তক নেবেন।
আরও পড়ুন: শেষ হয়নি অপারেশন সিঁদুর! সংসদে জানালেন রাজনাথ
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)
দেখুন আরও খবর: