ওয়েবডেস্ক: চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের (Kashmir) নরসংহারের পরেই ক্ষোভের আগুনে ফুঁসছিল গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানিয়ে দেন, কড়া পদক্ষেপ নেওয়া হবে। কোনওভাবে সন্ত্রাসবাদ প্রশ্রয় দেওয়া হবে না। এর পরেই গত ৭ মে কথামতো সেই কাজ করে দেখালেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে আক্রমণ শানাল ভারতীয় যুদ্ধ বিমান। রাফাল, সুখোই, মিরাজের আক্রমণে দিশেহারা পাকিস্তান। ভারতের আকাশসীমা থেকে বায়ুসেনার দুর্ধর্ষ অভিযান চালিয়া পাক সীমানার ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। ‘অপারেশন সিঁদুর’-এ নিহত শীর্ষ স্থানীয় কয়েকজন জঙ্গি (Militant) নেতার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ভারত। ভারতের প্রকাশিত তালিকায় নাম আছে, আবু জিন্দাল, মহম্মদ জামিল, ইউসুফ আজহার, আবু আকশা এবং মুহাম্মদ হাসান খান
ভারতের আক্রমণের পাশাপাশির পাকিস্তানের উপর রয়েছে বালুচিস্তানের চাপ। বালোচ বিদ্রোহে নাজেহাল শাহবাজ শরিফের সরকারের। বালোচ লিবারেশন আর্মি একের পর এক জনপদকে স্বাধীন ও স্বশাসিত ঘোষণা করে চলেছে। সরকারি দফতর থেকে পাক পতাকা টেনে নামিয়েও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুদ্ধ বিরতি ঘোষণা করল ভারত
পাকিস্তানের অর্থনীতি বহু বছর ধরেই নিম্নগামী। ঋণের দায়ে জর্জরিত এই দেশ। এই মধ্যেই ভারতের রণংদেহি মূর্তিতে কার্যত ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা পাকিস্তানের’। দুঃসাহস দেখিয়ে ভারতের উপর মিসাইল,ড্রোন ছুঁড়ে কোনও লাভ হয়নি। ভারত আকাশেই সেগুলিকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ভারতীয় বায়ুসেনা। সব থেকে বড় কথা ভারতের হামলায় পাকিস্তানের যে ক্ষতি তা বলার কথা নয়।
শনিবার বিকেলে দুদেশের মধ্যেই সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হয়েছে। আজ বিকেল থেকে পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান। ৪৩ ঘণ্টা সংঘর্ষ বিরতি। ১২ মে দুপুর ১২ টা পর্যন্ত এই সংঘর্ষ বিরতি থাকবে। শান্তি চেয়ে সংঘর্ষ বিরতি মেনে নিয়েছে পাক সরকার। সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি ভারত পাকিস্তান, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাকিস্তান সরকারের ইকোনমিক অ্যাফেয়ার্স ডিভিসন ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি বার্তা পোস্ট করে সেখানে লেখা হয়েছে, ভারতের হামলায় ব্যাপক ক্ষতির মুখে পাকিস্তান সরকার। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অংশীদারদের কাছেও আরও ঋণের আবেদন জানানো হচ্ছে।
দেখুন ভিডিও-