ওয়েব ডেস্ক : কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump )এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, ‘ ভারত পাক সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে’। পাশাপাশি, তিনি এও জানান ‘ গতকাল সারা রাত বৈঠকের পর এই সিদ্ধান্ত দুই দেশের ‘।
ভারত পাক উত্তেজনার আবহে, এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন ‘ ভারত – পাক সংঘর্ষ বিরতিতে রাজি ‘। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানালেন ডোনাল্ড ট্রাম্প।
আর তারপরেই বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সাংবাদিক বৈঠক করে জানান ভারতও সংঘর্ষ বিরতিতে রাজি। আর এই বিষয় সোমবার অর্থাৎ ১২ মে, দুপুর ১২ টার পর আবারও আলোচনায় বসা হবে।
আর এই আবহেই, আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সেনা, ৩ সেনা প্রধান বসতে চলেছেন বৈঠকে। সেই বৈঠকের দিকে এখন তাকিয়ে সকলে, কী বার্তা উঠে আসা বৈঠক থেকে সেদিকেই গোটা ভারতবাসী নজর রেখেছেন ।
বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠক থেকে জানালেন, আজ বিকেল ৫ টা থেকে বন্ধ হতে চলেছে যুদ্ধ।