ওয়েব ডেস্ক: ভারত পাক উত্তেজনার আবহে, এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন ‘ ভারত – পাক সংঘর্ষ বিরতিতে রাজি ‘। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানালেন ডোনাল্ড ট্রাম্প।
রাতভর আলোচনার পর দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে জানান।
অবিলম্বে পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি দুই দেশ, দাবি ট্রাম্পের।
ইতিমধ্যেই পাকিস্তান এবং ভারত সংঘর্ষ বিরতিতে রাজি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন , “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!”
মার্কো রুবিও দাবি করেন ভারত পাক দুই দেশই বন্ধ করতে চায় যুদ্ধ।