ওয়েব ডেস্ক : নতুন ইতিহাস ভারতীয় রেলের। সম্পন্ন হলো হাইড্রোজেন চালিত ট্রেন (Hydrogen Train) কোচের সফল পরীক্ষা। আগস্টের শেষে দেশে চালু হতে পারে এই নতুন ট্রেন। জানা যাচ্ছে, আপাতত দেশজুড়ে ৩৫টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের।
চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে হাইড্রোজেন চালিত এই ট্রেন (Hydrogen Train)। সূত্রের খবর, এই ট্রেনের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। যা লোকাল ট্রেনের থেকে অনেকটাই বেশি। এই ট্রেনে থাকবে মোট আটটি কামরা। ট্রেনের দুই প্রান্তে থাকবে হাইড্রোজেন চালিত ইঞ্জিন। আপাতত জিন্দ-সোনিপত রুটে এই ট্রেন চালাবে ভারতীয় রেলওয়ে।
আরও খবর : উদ্ধবের জন্মদিনেই ঘুরল খেলা! ১৩ বছর পর ঠাকরে-নিবাসে রাজ
তবে হাইড্রোজেনের মাধ্যমে কীভাবে এই ট্রেন চলবে? এ নিয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার সুব্বা রাও বলেছেন, হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। তা যাবে ব্যাটারিতে। সেই বিদ্যুৎ ট্রেনের চাকার মোটরে গিয়ে পৌঁছবে। আপাতত পাওয়ার কারের পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে আরও কয়েকটি পাওয়ার কারের পরীক্ষা হবে বলে জানিয়েছেন সুব্বা রাও।
আপাতত গোটা দেশে ৩৫টি হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train) চালানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, এক একটি ট্রেন তৈরি করতে খরচ পড়বে ৮০ কোটি টাকা। এই ট্রেন চালানোর জন্য যে পরিকাঠামো দরকার, তা তৈরি করতে খরচ হবে ৭০ কোটি টাকা।
দেখুন আরও খবর :