ওয়েবডেস্ক- টানা রুদ্ধশ্বাস ম্যাচ চলছে ইডেনে (Eden)। বুধবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জোর টক্কর । কে শেষ হাসি হাসবে সে কথা এখনও কেউ বলতে পারছে না। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে কেকেআর তুলেছিল ১৭৯/৬। জবাবে ৮ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ চেন্নাইয়ের। ২৫ বলে ৫২ রান করে ম্যাচের মোড় ঘোরালেন ডেওয়াল্ড ব্রেভিস। তাকে সাথ দিলেন শিবম দুবে। ৪০ বলে ৪৫ করলেন শিবম।
এদিকে একদিকে রুদ্ধশ্বাস ম্যাচ আর অন্যদিকে আজ অপারেশন সিঁন্দুরকে সফল করেছে। আজ ভারতের ইতিহাসে গৌরবের দিন। ম্যাচ শুরু হওয়ার আগে অপারেশন সিঁদুরের সাফল্য জানিয়ে ভারতীয় সেনাকে কুর্নিশ জানানো হয়েছে।
আরও পড়ুন- আইপিএলের মাঝেই রোহিতের বিরাট সিদ্ধান্ত! এবার টেস্ট থেকে নিতে চলেছে অবসর?
ইডেন গার্ডেন্সের যে ইলেকট্রনিক জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠেছে ‘ভারতের সশস্ত্র সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্বিত।’
এই প্রথম আইপিল ম্যাচ আর দেশপ্রেম মিলেমিশে একাকার হয়ে গেল। সেই দৃশ্যের সাক্ষী থাকল বুধবারের ইডেন। আজ প্রধান আকর্ষণ মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)।
১৮০ রানের লক্ষ্য তাড়ায় চেন্নাই সুপার কিংস যখন ৬০ রান তুলতেই ৫ উইকেট হারাল, ইডেন গার্ডেনের দর্শকদের মনে তখন বইতে লাগল স্বস্তির সুবাতাস। সুনীল নারাইন যে তখনো বোলিংয়ে আসেননি!
আজ কলকাতার ইডেন ধোনিময়। তবে দুদিন তাঁকে অনুশীলনে দেখা না গেলেও আজ এই তিনি ক্যাপ্টেনসি করছেন। ধীরে ধীরে চেন্নাই লক্ষ্যের দিকে এগোচ্ছে। এই মহেন্দ্র সিং ধোনি বহু ম্যাচ ফিনিশ করেছেন, আজও কি ফিনিশ করবেন? সেটাই এখন দেখার।
দেখুন ভিডিও-