বছরশেষহতেচলল, কীনিয়েআমরানতুনবছরেচললামএকটুদেখেনেওয়াযাক।বছরেরশেষেইশহরেহাজিরঅইতশাহ, আবারবললেনসি এ এহবেই, একবারওবললেননাযেচারবছরহতেচললোকেনএইআইনেররুলবুকইতৈরিকরতেপারলেননা? কেননির্বাচনেরআগেইআবারনতুনকরেসি এ এ র জুজুদেখানোহচ্ছে? মতুয়াভোটেরজন্য? তাইআবারমনেহলএইসুযোগেকিছুঅত্যন্তজরুরিকথাবলেনেওয়াযাক, যাআমাদেরস্বাধীনতারলড়াইয়েরসঙ্গেযুক্ত, যাআমাদেরস্বাধীনতারসঙ্গেজড়িত, যাআমাদেরসংবিধানেরসঙ্গেজড়িত, যেবোধগুলোনিয়েআমরা ৪৭ সালথেকেনতুনভারতেরদিকেরওনাদিয়েছিলাম, যেচিন্তাচেতনানিয়েভগতসিংচন্দ্রশেখরআজাদসূর্যসেনবাআসফাকুল্লাপ্রাণদিয়েছিলেনদেশেরজন্য। আজসেইবোধচিন্তাসেইচেতনাআদর্শনিয়েকথাবলারসময়এসেছেবৈকি।
স্বাধীনতারসংগেদেশভাগএলআমাদেরওপর, বলাভালওধারেপঞ্জাবআরএধারেআমারবাংলাকেভাগকরেএলদেশেরস্বাধীনতা। দেড়কোটিমানুষ এ পারথেকেওপারেগ্যালো, ওপারথেকেএপারেআসলো। র্যাডক্লিফসাহেবআমারউঠোনআমারখেলারমাঠমারজমিনআসমানেরমধ্যদিয়েলাইনটেনেবলেদিলেনএটাভারতওটাপাকিস্তান। এলদ্বিখন্ডিতস্বাধীনতা।
প্রশ্নগুলোনেহাতইজরুরিকেননাস্বাধীনতার ৭২ বছরপরেদেশের ২৮/২৯ কোটিমানুষআতঙ্কিত, ভয়েআছে, ভয়পাচ্ছেকারণতাদেরঅতীততাদেরসামনেএসেহাজির, তাদেরকিদ্বিতীয়শ্রেণিরনাগরিককরেরাখাহবে? তাদেরকিঘাড়ধরেডিটেনশনসেন্টারেপাঠানোহবে? তাদেরকাছেযেকাগজআছেতাইকিযথেষ্ট? নাকইএইকাগজগুলোথাকারপরেওতারাথাকবেতালিকারবাইরে? হিন্দুজনসংখ্যারকাছেকিকোনও option ছিল? কোথায়যেতেনহিন্দুরা? নেপালে? আরকোনওজায়গাছিলযাবার?তাদেরতোভারতছেড়েকোথাওযাবারউপায়ইছিলনা। কিন্তুযাদেরকাছেছিল? সেইমুসলমানমানুষজন, যাঁরাতারপরেওগেলেননা, গেলেননাকারণতারাজিন্নাহ র দ্বিজাতিতত্ত্বেবিশ্বাসকরেননি, বিশ্বাসকরেছেনযেহিন্দুমুসলমানএকসঙ্গেইথাকাযায়, থাকতেহয়। তারানিজেদেরভিটেছেড়েযাবারকথাইভাবেনি। ভাবেনিকারণআমরাপ্রত্যেকভারতবাসীবলেছিলামআমরাঅসাম্প্রদায়িকএকটাদেশগড়েতুলবো, সেকুলারস্টেট। ধর্মনিরপেক্ষরাষ্ট্র। আমরাসবাইবলেছিলাম। তারাবিশ্বাসকরেছিল। আমরাকিভুলবলেছিলাম? আমরাকিমিথ্যেবলেছিলাম?
এতদিনপরসেইকথাগুলো, সেইপুরনোদলিলদস্তাবেজআমাদেরঘেঁটেদেখতেহচ্ছে। লজ্জা। এতদিনপরসেইপ্রশ্নআমাদেরকুরেকুরেখাচ্ছে। লজ্জা। এতদিনপরআমাদেরদেশের ২৮/২৯ কোটিমানুষআমারসহনাগরিককিনাসেইপ্রশ্নতোলাহচ্ছে। লজ্জা। তবুওআরএকবারশেষবারেরমতএইবিষয়েরনিষ্পত্তিহয়েযাক। শেষবারেরমত ঐ বর্বরলোকগুলোরমুখেরওপরপুরোনসত্যিটাআবারবলেদেওয়াযাক।
মনেআছেজামাইতুলউলেমা এ হিন্দ, যারাদ্বিজাতিতত্ত্বেরবিরোধিতাকরেছিল, যারাকায়েদেআজমজিন্নাহ র বিরোধিতাকরেছিল।এরাবলেছিলেনযেভারতভাগকরাযাবেনা, বলেছিলেনআমরাএকসঙ্গেইথাকবো। এখনআজ, ৭২ বছরপরসেইসংগঠনেরভেতরথেকেপ্রশ্নউঠছে, আমরাএকসঙ্গেথাকতেপারবোতো, আমাদেরদ্বিতীয়শ্রেণিরনাগরিককরেরাখাহবেনাতো? মৌলানামহমুদআদনীএইসি এ একানুনপাশেরসময়েইএকসাক্ষাৎকারেবলছেন, প্রাণযায়যাকএবারতোরাস্তাতেইনামতেহবে, প্রাণগেলেও এ লড়াইএরশেষদেখেছাড়বো। কখনমানুষপ্রাণদেবারকথাবলে? শেষভরসাটাওচলেগেলে? দেওয়ালেপিঠঠেকেগেলে? কিএমনহলোযেতাদেরভরসাচলেযাচ্ছে? তাদেরপিঠঠেকেযাচ্ছেদেওয়ালে? কেনআমারদেশেরসহনাগরিকমুসলমানরাএরকমভয়পাচ্ছেন? রাজনীতিতাদেরবিরুদ্ধে? প্রশাসন? বিচারবিভাগ? তাহলেকিআমাদেরঅজান্তেইঘটেগেছেকোনওনিঃশব্দবিপ্লব। সংবধানকিতাহলেআরধর্মনিরপেক্ষনয়? সরকারকিআরধর্মনিরপেক্ষনয়?জামাতুলউলেমা র সমর্থকরাবিক্ষোভপ্রদর্শনেনামলেতাদেরবলাহচ্ছেআপনারাহিন্দুবিরোধীদেশবিরোধী, রাস্তায়নানামলেঘরেরভেতরথেকেআওয়াজআসছেআমরাবিপন্ন। কোথায়যাবেতারা? আমারদেশের ২০% মানুষবিপন্নস্বাধীনতার ৭২ বছরপরে? মুসলমানদেরপোষাকনিয়েইঙ্গিতকরছেনস্বয়ংপ্রধানমন্ত্রী, পুলিশঅফিসারহুমকিদিচ্ছেরাস্তায়নামলেপাকিস্তানপাঠিয়েদেবো। শেখআবদুল্লাজিন্নাহ র বিরুদ্ধেকথাবলতেন, জিন্নাহশেখআবদুল্লাহকেইসলামবিরোধী। শেখআবদুল্লা র ছেলেফারুকআবদুল্লাআজদেশদ্রোহী?নির্বাচিতসাংসদসংসদেকথাইবলতেপারছেনা। আমরাকোনদিকেদেখবো? কাশ্মীরজ্বলছেএকইস্যুতে, আসামতারভাষাসংস্কৃতি র আন্দোলনে। দিকেপাঞ্জাববাংলা র মানুষচিন্তিতকিহবেএনআরসিতে? কীহবেএনপিআর এ? কারণতাদেরক্ষততোসবথেকেবেশি। ক জনগুজরাটিকেতারমাতৃভূমীছাড়তেহয়েছে। সবথেকেবিপন্নবাংলা, এখানেইসবথেকেবেশিবিষছড়াচ্ছে। আন্দামানেসেলুলারজেলেচলেযান, কালাপানিরসাজাকারাপেয়েছিল, কারাশহীদহয়েছিল? তালিকাদেখুন। সেতালিকার ৭০ শতাংশবাঙালি, হ্যাঁ ৭০%, সেইবাঙালিরদেশপ্রেমনিয়েপ্রশ্নতুলছেকারা? যারাস্বাধীনতারপ্রশ্নেছিলেনইংরেজদেরসঙ্গে, তারাইআজগান্ধিহত্যাকারীদেরসঙ্গেহাতমিলিয়েযাঁরালড়েছিলেনস্বাধীনতারজন্যতাঁদেরকেইদেশদ্রোহীবলছেন। কিআশ্চর্যভাবেইতিহাসতারগতিপথপাল্টাচ্ছে।
দেশেরসংখ্যালঘুমানুষজনআজযেসংশয়েরমদ্যেদাঁড়িয়ে, যেবিপন্নতাবোধতাদেরভেতরেকাজকরছে, আসুনতাঁদেরদিকেচোখফেরাই। আম্বেদকরসংবিধানসভারনেতৃত্বদিচ্ছিলেন, রাজেন্দ্রপ্রসাদসেইবিবরণিলিখছিলেন, প্যাটেল, নেহেরু, শ্যামাপ্রসাদ, আবুলকালামআজাদরাছিলেনসদস্য ২৯৯ জনছিলেন। ২৮৪ জনএইখসড়ায়সইকরেছিলেনতারমধ্যে ৩০ জনমুসলমান ও ছিলেন।তাদেরমধ্যে ৪ জনেরপরিবারসন্তানরাস্তায়নেমেসি এ এএনআরসি র বিরোধিতাকরেছেন। তাঁদের ১ জনএখনওজেলে। মহম্মদইস্মাইলসাদিব, কেটিএনআহমদইব্রাহিম,মেহেবুবআলিবেগমাদ্রাজথেকেবোম্বেথেকেআবদুলকাদেরমহম্মদশেখ, আফতাবআহমদখানছিলেন, বাংলাথেকেজশুদ্দিনআহমদ, নজরুদ্দিনআহমদআব্দুলআলিমগজনভি,রাদিভএহসান, আবদুলহামিদএই ৫ জনছিলেন। সংযুক্তপ্রান্তমানেইউপিএমপিমিলিয়েযেঅঞ্চলসেখানথেকেবেগমএজাজরসুল, হ্যায়দরহুসেন, হজরতমোহানিমহইসমাইলখান, রফিআহমদকিদোয়াইমহহাফিজুররহমানএরমতস্কলাররা ও ছিলেন, সংবিধানকেবলহিন্দুরালেখেননি। বিহারথেকেইমামহোসেন, সৈয়দজাফরইসলামলুৎফুররহমানমহতাহেব,তাজমুলহোসেন, আসামথেকেআবদুররউফেরমতপ্রাজ্ঞমানুষছিলেন,জম্মুকাশ্মীরথেকেশেখআবদুল্লা ও ছিলেন।এইদেশেরসংবিধানবানানোরইতিহাএএঁরাওছিলেন। একসঙ্গেদেখেছিলেনধর্মনিরপেক্ষরাষ্ট্ররস্বপ্ন। সেইজন্যইএকবারসংসদেঅটলবিহারিবাজপাইবলেছিলেনযেদেশতারসংবিধানকেনিয়েচলবে, ধর্মনিয়েনয়। কিন্তুআজসেইদেশধর্মেরভিত্তিতেনাগরিকত্বদেবারআইন ও এনেফেলেছে।
কারারাস্তায়? কারাসংশয়ে? কাদেরজামাকাপড়দেখেপ্রধানমন্ত্রীচিনেফেলছেন? মুসলমানরা। হ্যাঁএতদিনমুসলমানদেরবিক্ষোভেরঅংশহিসেবেইদেখাযেত, এবারছবিটাবদলেগেছে, তারাইবর্শামুখ, তারাইনেতৃত্বদিচ্ছেন, তাঁদেরহাতেজাতীয়পতাকা, তারাইসংবিধানপড়ছেনতারাইচিৎকারকরেবলছেন “সভিকাখুনসামিলহ্যায়ইসমিট্টিমে, কিসিকাবাপকাহিন্দুস্তানথোড়িহ্যায়” সব্বাররক্তেরাঙাএইদেশেরমাটি, কারোরবাপেরসম্পত্তিনয়। মেইনস্ট্রিমমুভমেন্ট এ এইপ্রথমতারাএকদমসামনেরসারিতে।
৪৭ এরপরথেকেএকটুমুসলমানদেরঅবস্থাটাদেখেনেওয়াযাক। মুসলমানসম্প্রদায়ের ৪০ শতাংশমানুষগরিবীসীমারনীচে। মাসেরোজগার ৫৫০ টাকার ও কম।এমনিতেইদেশে ১০ শতাংশমানুষেরকাছে ৭৫ শতাংশসম্পদরাখাআছেআর ৬০ % মানুষেরকাছে ৪ শতাংশেরকমসেইদেশেএইআয়এমনিতেইকম, সংখ্যালঘুদেরঅবস্থাআরওখারাপ। মুসলমানএকটিমানুষেরপ্রতিদিনএরআয় ৩২ টাকা ৭০ পয়সা। অথচমুসলিমজনসংখ্যার ৩৫% আমাদেরদেশেরশ্রমশক্তি, তাঁদেরশ্রমমূলতকন্সট্রাক্সন , বেকারি, সেলাই, কুকিংইত্যাদিক্ষেত্রেবিরাটভূমিকারাখে। তাঁদেরকেসবদলকখনওনাকখনওভোটব্যাঙ্কহিসেবেব্যবহারকরেছে, কখনোএইমসজিদেরইমাম, কখনও ঐ মসজিদেরইমামকেসামনেদাঁড়করিয়েরাজনীতিরবোড়েহিসেবেব্যবহারকরাহয়েছে, কখনোতাঁদেরবিরুদ্ধেমেরুকরণতাঁদেরদিকেঘৃণাছড়িয়েমেরুকরণেররাজনীতিহয়েছে। ব্যবস্যায়িরাতাঁদেরসস্তাসুপারিকিলারহিসেবেব্যবহারকরেছে, ধর্মগুরুরাতাঁদেরহাতেতুলেদিয়েছে এ কে ৪৭, তারাটেররিস্টহয়েছে। তারপরআপামরমানুষেরমনেএকটাধারণাদেবারচেষ্টাকরাহয়েছেযেমুসলমানমানে ৮ টাবৌ, ২০ টাছেলেপিলে, মুসলমানমানেনোংরাবস্তি, মুসলমানমানেসমাজবিরোধিইত্যাদিইত্যাদি। এইন্যারেটিভবহুমানুষখেয়েছেন, বমিকরেছেন। আরওঘৃণাআরওবিচ্ছিন্নকরেছেতাঁদের। সাংঘাতিকএককৃষ্ণগহ্বরেঢুকেগেছেমুসলমানসমাজ। ওদিকেতাঁদেরভেতরথেকেযেএকটারাজারামমোহনরায়, বাবিদ্যাসাগরবাবিবেকানন্দবেরিয়েআসেনি, এটাওদুর্ভাগ্য।
ঠিকএইসময়েইরাজনীতিরকারবারিরাএবারসরাসরিসক্রিয়, আরওবড়মেরুকরণেরদিকেতারা, ছাঁকনিতেছেঁকেনিয়েডিটেনশনসেন্টারেফেলেরাখাকিম্বাবাইরেদ্বিতীয়শ্রেনীরনাগরিক। আরএসএসএরসরসংঘচালকতোবলেইদিয়েছেন ১৩০ কোটিইহিন্দু। তারাহিন্দুআচরণনিয়েইথাকবে। অন্ততদুজনগুরুত্বপূর্ণমন্ত্রীবলেইদিয়েছেনহিন্দুদেরতোআররাষ্ট্রনেইতাই…… তাইকী? সংবিধানেরশপথনিয়েসংবিধানকেইশেষকরারখেলা?
একবারশাসকদলেরছবিটাদেখুন, ৩০৩ জনসাংসদ। ৩০৩ জনেরএকজন ও মুসলমাননয়। দেশেরসংবিধানসভায় ৩০ জনছিলেন, দেশেরশাসকদলে ১ জনসাংসদনেই। দেশেরবিরাটএবংগুরুত্বপূর্ণরাজ্যউত্তরপ্রদেশ, বিজেপিএকজনকেটিকিট ই দেয়নি, জেতারপ্রশ্নইনেই। মানেইউপিতেশাসকদলেএকজন ও এমএল এ নেইযিনিধর্মেমুসলমান। সেরাজ্যেরদারোগাপ্রকাশ্যেবিক্ষোভকারীদেরপাকিস্তানেপাঠানোরকথাবলবেনাতোকোথায়বলবে? ঘরেঢুকেপুলিশবিক্ষোভকারীদেরমারছে, বলছেবল “জয়শ্রীরাম”। বলবেইতো, কারণতাঁদেরমুখ্যমন্ত্রীবলছেন, তাঁদেরপ্রধানমন্ত্রীপোষাকেরদিকেআঙুলতুলছেন। তারমানেযেরাজনীতিদেশেরআইন, অর্থনীতি, দেশেরশিল্পনীতি, স্বাস্থনীতি, সমস্তব্যয়বরাদ্দনির্ধারণকরেসেইদেশেরশাসকদলেররাজনৈতিকভাবেমুসলমানদেরদরকারনেই। পরিস্কার, দরকারনেই। কেবলমাত্রগরিষ্ঠহিন্দুদেরনিয়েইতারাদেশচালাবে। যদিওদেশচালানোরজন্যযেসংবিধানরচনাহয়েছিলসেইসংবিধানসভায় ৩০ জনমুসলমানছিলেন। এবারসেইমুসলমানসম্প্রদায়যদিনিজেদেরঅসুরক্ষিতমনেকরে, সংশয়েভোগেতাহলেকিসেটাএকেবারেইঅমুলক? আবুলকালামআজাদ ১৯৪০এ কংগ্রেসদলেরসভাপতি, তারভাষণেবারবারপাওয়াযাচ্ছেযেভারতবর্ষেমুসলমানদেরঅস্ত্বিত্বকেবলসংখ্যালঘুহিসেবেথাকতেইপারেনা, তারাদেশেরমূলস্রোতেরঅভিন্নঅঙ্গ, তিনিবলছেনযেসমুদায়হিসেবেমুসলমানরাএখানেইসুরক্ষিতজিন্নাহ র সংগেনয়।
দেশস্বাধীনহবারপরজহরলালনেহেরু, ইন্দিরাগান্ধি, মোরারজিদেশাই, জগজীবনরাম, চরণসিংবাসংসদেরবিশিষ্টনেতাদেরকথাশুনেতোমনেহয়নিমুসলমানরাআমাদেররাজনৈতিকসামাজিকজীবনেকোনওবিচ্ছিন্নঅঙ্গ। অথচআজসেসমস্তধারণাগুলোইবদলেযাচ্ছে। পাশেরমানুষটারমাথায়ফেজথাকলেদৃষ্টিপালটেযাচ্ছে, পরনেরপোশাকদেখেচেনারচেষ্টাহচ্ছেপড়শিকে, কেকোনখাবারখাবেবানাখাবেতাইনিয়েকাজিয়াহচ্ছে, পিটিয়েমানুষমারাহচ্ছেকারণসেমুসলমান? থানায়পুলিশপেটাচ্ছেবলছেবলজয়শ্রীরাম? এইবাংলায়প্রোমটারগর্বেরসঙ্গেজানাচ্ছেযেএইকমপ্লেক্স এ কোনওমুসলমাননেই, তিনিমুসলমানকেফ্ল্যাটবিক্রিকরেননা। এইবাংলায়মুসলমানঅধ্যাপককলকাতারমতশহরেভাড়াবাড়িপাননা। কীহয়েগেলআমাদের? ৪৭ থেকেআমরাএগিয়েছিলামধর্মনিরপেক্ষসংবিধাননিয়ে, এগিয়েছিলামআরওউন্নতদিনআনারজন্য, কোথায়কোনবাঁকেভুলপথেনেমেপড়লামআমরা। বিজেপিসরকারতোএকটাবিলএনেছে, তারাতোতাঁদেরঘোষণামতইএগোচ্ছেহিন্দুরাষ্ট্রগড়ারদিকে। কিন্তুআমরা? বৃহত্তরসমাজ, উদারতার্কিকভারতীয়? Argumentative Indians? কোথায়? রবিঠাকুরআমাদের ই রাজ্যেরাস্তায়নেমেরাখিপরালেন, সম্প্রিতীরকথাবললেন, বিদ্যাসাগরধর্মেরওপরেজ্ঞান, শিক্ষাকেস্থানদিলেন, রামমোহনএইমাটিতেদাঁড়িয়েইহিন্দুধর্মেরকুসংস্কারেরবিরুদ্ধেলড়লেন, এইভারতেইবিবেকানন্দবললেন, “I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth.” সেখানেআমারদেশের ১৮/২০ কোটিমানুষনিজেদেরকেঅসুরক্ষিতমনেকরছেন, সংশয়েআছেন, যদিওতাঁদের ৩০ জনআমারদেশেরসংবিধানতৈরিকরতেসাহায্যকরেছিলেন।আবাররাহতইন্দোরিরকবিতারকটালাইনবলতেইচ্ছেকরছে,
জোআজসাহিবেমসনদহ্যায়, কলনহিঁহোঙ্গে
কিরায়েদারহ্যায়, কলনহিঁহোঙ্গে
কিরায়েদারহ্যায়,জাতিমকানথোড়িহ্যায়?
সভিকাখুন, সভিকাখুনসামিলহ্যায়ইয়ঁহাকেমিট্টিমেঁ
কিসিকাবাপকাহিন্দোস্তানথোড়িহ্যায়?