Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ০৬ মে ২০২৫ |
K:T:V Clock
Aajke | রাজ্যপাল, রামছাগল, বাংলায় রাষ্ট্রপতি শাসন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভাঙ্গি মুখোপাধ্যায়
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫, ০৪:৪৫:১২ পিএম
  • / ৬ বার খবরটি পড়া হয়েছে
  • শুভাঙ্গি মুখোপাধ্যায়

আবার মনে পড়ে গেল, আত্তুক্কু থ্যাডিয়াম, নাত্তুক্কু গভর্নারম থেভাইল্লাই। বলেছিলেন ডিএমকে প্রতিষ্ঠাতা, তামিলনাডুর মুখ্যমন্ত্রী, যাঁকে সব্বাই শ্রদ্ধা করত সেই সি এন আন্নাদুরাই। তামিল ভাষায় এই কথার মানে হল, ছাগলের দাড়ি ছাগলের জন্য জরুরি নয়, রাজ্যপাল পদটিও দেশের জন্য জরুরি নয়। কখন বলেছিলেন? ১৯৫২-তে মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর শ্রী প্রকাশ, সংখ্যালঘু কংগ্রেস দলের নেতা চক্রবর্তী রাজাগোপালাচারীকে সরকার তৈরি করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, রাজাগোপালাচারীজি তখন, এমনকী নির্বাচিত বিধায়কও ছিলেন না। রাজ্যপাল শ্রী প্রকাশ তার আগে কংগ্রেস দলের হয়েই বিভিন্ন সরকারি পদে ছিলেন, এবং এসবের ফলাফল কী হল? তামিলনাড়ু থেকে কংগ্রেস দলটাই উঠে গেল। অ্যাপেনডিক্স মানব শরীরের একটি অঙ্গ, যার এমনিতে কোনও কাজ নেই। মানে ধরুন এই অঙ্গটি হজমে সাহায্য করে না, নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করে না, রক্ত চলাচলেও নয়, চিন্তাভাবনা, মনে রাখার ক্ষেত্রেও অ্যাপেন্ডিক্স-এর কোনও ভূমিকা নেই, এমনকী বংশবৃদ্ধির ক্ষেত্রেও এর কোনও ভূমিকা পাওয়া যায় না। এখন সেই হেন অ্যাপেন্ডিক্স যদি বংশবৃদ্ধি ঘটাতে চায়, বা ধরুন মাথা চুলকে (a+b)2 এর সূত্র বোঝাতে চায় তাহলে সমস্যা হবে, হবেই। একই সমস্যা এখন আমাদের পশ্চিমবঙ্গে। অ্যাপেন্ডিক্স-এর মতো সব রাজ্যেই রাজ্যপাল থাকে। তাঁরা বড় প্রাসাদে থাকেন, বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলেন, মাঝে মধ্যে এটা ওটা উদ্বোধনেও গিয়ে থাকেন। এবং বছরে একবার রাজ্যের মন্ত্রিসভা অনুমোদিত ভাষন বিধানসভায় গিয়ে গড়গড় করে পড়ে আসেন। এর বাইরে তাঁর কোনও কাজ নেই, থাকার কথাও নয়। কেন্দ্রে শাসকদলের অতি অতিবৃদ্ধ ইত্যাদিদের অবসরকালীন সুবিধে দেওয়ার জন্য বা ওই রাজভবনে বসে নির্বাচিত সরকারকে কাঠি করার জন্য এ পদ অ্যাপেন্ডিক্স-এর মতো থেকে গিয়েছে। কিন্তু বিপদ হল কখনও সখনও সেই রাজ্যপালের সুখে থাকতে ভূতে কিলোনোর রোগ হয়। সেই রাজ্যপাল এই বাংলায় রাষ্ট্রপতি শাসন চান, মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে ইউনিয়ন সরকারকে রিপোর্ট পাঠিয়ে প্রয়োজন হলে রাষ্ট্রপতি শাসনের, ৩৫৬ ধারা জারির সুপারিশ করেছেন। সেটাই বিষয় আজকে রাজ্যপাল, রামছাগল, বাংলায় রাষ্ট্রপতি শাসন।

এক সেকুলার দেশের এক রাজ্যের রাজ্যপাল নির্বাচনের সময়, তার পরে দেখেননি কীভাবে বিজেপির প্রত্যেক নেতা ধর্মীয় মেরুকরণ করার জন্য সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছিল, একবারও মাথাতেই আনেননি তাদের ৭০ শতাংশ আর ৩০ শতাংশের ছক। না এসব তিনি পাত্তাও দেননি। দিলীপ ঘোষ ৬ ফিট নামিয়ে দেওয়ার কথা বলছিলেন, তখন উনি গায়ত্রী মন্ত্র জপ করছিলেন, যখন বাড়িতে মহিলাদের জন্য থান পাঠানোর কথা বলছিলেন দিলীপ ঘোষ তখন আমাদের রাজ্যপাল হনুমান চালিসা পড়ছিলেন। আজ এখন বিজেপির অত্যাচারিতদের দেখতে গিয়ে কুমিরের কান্না কাঁদছেন। এবং খুব ভালো করেই জানেন, এই সরকার ভেঙে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করতে গেলে সারা রাজ্যে বিজেপি ধুয়েমুছে সাফ হয়ে যাবে, খুব ভালো করে জানেন যে সেই উত্তাল বাংলা সামলানোর ধক তাঁর মনিবদেরও নেই।

আরও পড়ুন: Aajke | হিন্দু মুসলমান দাঙ্গার চক্রান্ত রুখে দিল মানুষ

কিন্তু নির্দেশ এসেছে, ক্রমাগত ইরিটেট করতে থাকো, বিরক্ত করতে থাকো, রাজ্য সরকার যাতে সুস্থিরে রাজ্যের মানুষের জন্য কাজ না করতে পারে, এই দায়িত্ব নিয়ে এই এনিমি অফ দ্য পিপল, এই গণশত্রু আমাদের রাজ্য রাজধানীর মধ্যে বসে আমাদের ট্যাক্সের পয়সায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তো সেই উনি কালো চশমা পরে মুর্শিদাবাদে গিয়েছিলেন, হ্যাঁ দুর্ভাগ্যজনকভাবে ৩ জন মানুষ মারা গেছেন, কিন্তু পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে, ক’দিনের মধ্যেই দাঙ্গা লাগানোর সবরকম চেষ্টার পরেও সেই আগুন আর ছড়ায়নি। পুরো অবস্থাটা নিয়ন্ত্রণে আসার পরে মূখ্যমন্ত্রী গেছেন সেই আক্রান্ত বা নিহতদের পরিবারগুলোর সঙ্গে কথা বলতে, উনি সেই সুযোগে ভাটার সময়ে ইয়ের মতো ভেসে ওঠার চেষ্টা করছেন। গোটা রাজ্যের একটা জেলায় এক ছক করে লাগানো দাঙ্গাতে তিনজনের মৃত্যুর পরে এক নির্বাচিত সরকারকে খারিজ করার ষড়যন্ত্র চালাচ্ছেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, রাজ্যপাল রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলে দিতে চান, রাষ্ট্রপতি শাসন জারি করাটা উচিত বলে মনে করেন। আপনাদের মতামত কী?

হঠাৎ করে অকল্পনীয় কিছু পেয়ে গেলে একটু বেসামাল হয়ে পড়ে মানুষজন। লাটসাহেব, আপনি কি কিঞ্চিৎ বেসামাল হয়ে পড়েছেন? ভেবে দেখবেন। কারণ আপনি খুবই সাধারণ জীবনযাত্রা থেকে উঠে এসেছেন, বাড়ি? কত বড় বাড়িতে ছিলেন? ৩০০০ স্কোয়ার ফিট? ৫০০০ স্কোয়ার ফিট? আর এখন ২৭ একর মানে ১৫৮ বিঘের বেশি জমিতে ৮৪০০০, ৮৪ হাজার স্কোয়ারফুট বাড়িতে আপনাকে থাকতে দেওয়া হয়েছে, ১৪টা বাথরুম নিয়ে আপনার বাসভবনে ঘরের সংখ্যা ৯০। যোগ্যতার তুলনায় বেশি সম্মান, যোগ্যতার তুলনায় বেশি দায়িত্ব দুইই মারাত্মক, আপনাকে দেখে বোঝা যায়, আপনার মনেই থাকছে না যে এই ৮৪ হাজার স্কোয়ার ফুটের বাড়ি, ২৭ একর জমিতে ঘোরাফেরা, নফর চাকর পাহারাদার সাড়ে তিন লক্ষ টাকা মাইনে আর বাঁচার জন্য যাবতীয় কিছু বিনি পয়সায়, মায় হোটেলের বিল সমেত, এই এতকিছু আপনি অর্জন করেননি, আপনি বাই দ্য পিপল নন, মানুষ আপনাকে নির্বাচিত করেননি। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী, কাউন্সিলর এমনকী পঞ্চায়েত প্রধানও যে টেবিলে বসেন তা তাঁদের অর্জন করতে হয়, তাদের নির্বাচিত হতে হয়, যোগ্যতা প্রমাণ করতে হয়। আপনি নির্বাচিত নন, আপনি মনোনীত, আপনার মাথায় প্রভু আছে, মানুষের আশীর্বাদ নয়। আপনাকে নিয়োগ করা হয়েছে। এসে থেকে যার সঙ্গে খড়কে কাঠি নিয়ে লেগে আছেন, তিনি এই মুহূর্তে ভারতবর্ষে প্রশাসনিক অভিজ্ঞতায় অন্যতম শীর্ষস্থানে আছেন, মানুষের দ্বারা নির্বাচিত বাই দ্য পিপল। এসব বন্ধ করুন, মানুষকে খেপিয়ে তুলবেন না, বোকাসোকা সাধারণ মানুষ খেপে গেলে পরিণাম খারাপই হবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দীর্ঘ ১৮ বছর পর কেতুর সিংহ রাশিতে প্রবেশ, তিন রাশির জীবনে উন্নতি
মঙ্গলবার, ৬ মে, ২০২৫
কবে তৃণমূল যাচ্ছেন দিলীপ? মুখ খুললেন স্ত্রী রিঙ্কু
মঙ্গলবার, ৬ মে, ২০২৫
ভারতের পর বিদেশের একাধিক বিমান সংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়াচ্ছে…
সোমবার, ৫ মে, ২০২৫
রুটটফ রেস্তরাঁ নিয়ে বিরাট সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের
সোমবার, ৫ মে, ২০২৫
কেন ফিল্ডিং করছেন না রোহিত, খোলসা করলেন কোচ
সোমবার, ৫ মে, ২০২৫
বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
সোমবার, ৫ মে, ২০২৫
প্রথম ভারতীয় ছবি হিসেবে নজির ‘দেবী চৌধুরানী’র
সোমবার, ৫ মে, ২০২৫
‘রোদের নিশানা’য় সোহিনী
সোমবার, ৫ মে, ২০২৫
মোদির সঙ্গে দেখা করতে গেলেন রাহুল গান্ধী, কী নিয়ে আলোচনা?
সোমবার, ৫ মে, ২০২৫
পরনে দুধ সাদা শাড়ি-নেটের ব্লাউজ, বোল্ড অবতারে মিমি
সোমবার, ৫ মে, ২০২৫
জামিন বাতিল অরবিন্দের
সোমবার, ৫ মে, ২০২৫
মা হতে চলেছেন শোভিতা!
সোমবার, ৫ মে, ২০২৫
খুনের হুমকি পেলেন শামি, শুরু হল তদন্ত
সোমবার, ৫ মে, ২০২৫
ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাকিংয়ের চেষ্টা! নেপথ্যে পাক হ্যাকার?
সোমবার, ৫ মে, ২০২৫
বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উদ্যোগে নাম বদল, উত্তেজনা বিশ্বাস কলোনিতে
সোমবার, ৫ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team