ওয়েব ডেস্ক: এই প্রথমবার মেট গলার(Met Gala ’25) লাল গালিচায়(Met Gala Red carpet) হাঁটতে বলিউড বাদশা শাহরুখ খান(Bollywood Badsha Shrukh Khan) আমেরিকা পাড়ি দিলেন। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কিং খানের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আন্তর্জাতিক ফ্যাশনের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ মেট গালা। আজ ৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে(The Metropolitan Museum of Art, New York) উঠবে মেট গালা ২০১৫ এর পর্দা। বহু প্রতীক্ষিত এই মেট গালায় শাহরুখের স্টাইলিং এর দায়িত্বে থাকছেন খ্যাতনামা বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়(Designer Sabyasachi Mukherjee)। এবছর মেট গালার থিম রং কালো(Theme colour of Met Gala this year Black)।শাহরুখ ছাড়াও মেট গালায় দেখা যাবে বলিউডের হার্টথ্রব অভিনেত্রী আলিয়া ভাটকে। গত বছরও তিনি ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি শারি পরে হেঁটে অবাক করে দিয়েছেন। শাহরুখ,আলিয়া ভাট(Sharukh Khan,Alia Bhat) ছাড়াও কিয়ারা আদবানি(Kiara Advani), দিলজিত দোসাঁঝ, ইশা আম্বানি ও মোনা প্যাটেল উপস্থিত হবেন এবারের মেট গালার মঞ্চে।
নিউ মার্কেট ফ্যাশন প্রচারক এলিনার ল্যাম্বার্ট ১৯৪৮ সালে মেট গালার যাত্রা শুরু করেছিলেন। প্রতিবছর মে মাসের শুরুতে অনুষ্ঠিত হয় এই মেট গালা।
আরও পড়ুন:এবার বিনোদনেও ট্রাম্পের শুল্ক-কাঁটা! বিপাকে বলিউড
প্রসঙ্গত, সব্যসাচীর দল সোশ্যাল মিডিয়ায় চারটি শব্দে যা লিখেছেন তাতেই ভারতীয়রা আবেগের স্রোতে ভেসে গিয়েছেন,’কিং খান- বেঙ্গল টাইগার’! খুব স্বাভাবিক কারণেই ‘বেঙ্গল টাইগার'(Bengal Tiger look) লুক নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। সব্যসাচীর ডিজাইন করা পোশাকে সর্বদাই ভারতীয় ঐতিহ্য এবং আন্তর্জাতিকতার মেলবন্ধন লক্ষ্য করা যায়। অর্থাৎ অনুরাগীরা মনে মনে ভেবেই নিয়েছে যে রাজকীয়তা আর আধুনিকতা একইসঙ্গে কিং খানের পোশাকে উঠে আসবে। অর্থাৎ নিউ ইয়র্কের মেট গলায় কিং খানের ফ্যাশন পোশাকে-‘বেঙ্গল টাইগার’ এর গর্জন শোনা যাবে! কিং খানকে নতুন রূপে দেখতে তাঁর ভক্ত অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।