ওয়েব ডেস্ক: পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর গোটা দেশ যখন ক্ষোভে ফুঁসছে, ঠিক সেই সময় পাকিস্তানকে (Pakistan) সাফ হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। রবিবার দিল্লির একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন, যারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে, তাদের যোগ্য জবাব দেওয়া হবে। রাজনাথের দৃঢ় বার্তা— ‘‘দেশবাসী যা চাইছেন, সেটাই হবে।’’
রবিবার সকালে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বাসভবনে দেশের বায়ুসেনা প্রধানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ সিং। এরপর তিনি সনাতন সংস্কৃতি জাগরণ মহোৎসবের মঞ্চ থেকে পাকিস্তানকে নিশানা করে বলেন, ‘‘যারা ভারতের দিকে চোখ তুলে তাকায়, তাদের ছেড়ে কথা বলা হবে না। আমরা শত্রুর ভাষাতেই শত্রুকে জবাব দেব। গোটা দেশ প্রত্যাঘাত চায়, আমরা দেশবাসীর সেই আশা পূরণ করব।’’
আরও পড়ুন: অস্পষ্ট নম্বর প্লেটের স্কুটারে জাল নোটের পাচার, ভোপালে এ কী কাণ্ড!
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘‘ভারতের সীমান্ত সুরক্ষার দায়িত্ব আমার এবং আমাদের সেনাবাহিনীর। যারা ভারতের মাটিতে হামলা চালাবে, তাদের চরম মূল্য দিতে হবে।’’ রাজনাথ সিংয়ের বক্তব্যে প্রধানমন্ত্রী মোদির কঠোর মনোভাবেরও প্রশংসা শোনা যায়। তিনি বলেন, ‘‘আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেনেন। তাঁর কাজের ধরন, দৃঢ় সংকল্প এবং ঝুঁকি নেওয়ার সাহস দেশবাসী দেখেছে। আমি আশ্বস্ত করছি, দেশবাসীর ইচ্ছার প্রতিফলনই হবে।’’
এদিকে, পহেলগাম হামলার তদন্তে উঠে এসেছে, পাকিস্তানের লস্কর-ই-তইবা, পাক সেনা এবং আইএসআই যৌথভাবে এই হামলার ছক কষেছিল। এনআইএ সূত্র বলছে, হামলার পিছনে কমপক্ষে ২০ জন ওভারগ্রাউন্ড ওয়ার্কার সক্রিয় ছিল, যারা এখনও কাশ্মীরে লুকিয়ে রয়েছে।
দেখুন আরও খবর: