ওয়েব ডেস্ক: ফের উদ্ধার বিপুল পরিমাণের জাল নোট (Fake Note)! জাল নোট সহ গ্রেফতার জাল নোট কারবারি। ঘটনায় বড়স ড় সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় হানা দিয়ে ৩৪ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ।
পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে জাল নোটের কারবারিকেও ।
আরও পড়ুন: কাশ্মীরের রামবানে খাদে সেনার কনভয়, মৃত তিন জওয়ান
বারদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র মাটিয়া থানার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন, ধৃতের নাম শেখ আব্দুল করিম ওরফে রাজা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৪ লক্ষ টাকার জাল ভারতীয় নোট।
গোপন সূত্রে খবর পেয়ে খোলাপোতা এলাকায় একটি হানা দিয়ে এই জাল নোট কারবারিকে পাকড়াও করে স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া নোটের মধ্যে ২০০০, ৫০০ ও ২০০ টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে। প্রায় ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। জিতের বিরুদ্ধে এর আগেও মাটিয়া থানায় চুরি চিন্তাইয়ের একাধিক অভিযোগ ছিল পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলায় সে ছয় মাস আগে পুলিশের হাতে ধরা পড়েছিল। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং যেগুলো সাইজ টাকার সমান পুলিশের প্রাথমিক ধারণা আগামীতে এগুলি প্রিন্টিং করে টাকা রূপান্তরিত করার পরিকল্পনা ছিল ওই জাল নোট কারবারি। ধৃতের সঙ্গে বাংলাদেশের কোন রোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ তাকে পুলিশের মহাকুম আদালতে রবিবার পেশ করা হবে এবং বিচারকের কাছে সাত দিনের পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন চাওয়া হয়েছে।
দেখুন অন্য খবর