কলকাতা: বালুরঘাট হাইস্কুলের (Balurghat High School) ছাত্র অনীক সরকার। ২০২৫-এর মাধ্যমিকে ৬৮৭ নম্বর পেয়ে মাধ্যমিকে নবম স্থানের অধিকারী। অনীকের বাড়ি বালুরঘাটের চকভৃগু এলাকায়। তাঁর বাবা কমলেশ সরকারের মুদির দোকান।
কষ্ট করেই ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন। ছেলের শখ ক্রিকেট খেলা, ছবি আঁকা ও তবলা বাজানো। আগামীতে বিজ্ঞান নিয়েই পড়াশোনা করতে চায় সে।
আরও পড়ুন: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, পাশের হারে সেরা কোন জেলা?
এদিন ছেলের অভূতপূর্ব রেজাল্ট শুনে চোখে জল অনীকের বাবার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,’আমি একটা একটা ছোট মুদিখানার দোকান চালাই। খুব ভালো লাগছে এই রেজাল্ট শুনে।’
দেখুন আরও খবর: