ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee) এবং রাজ্য সরকারের উদ্যোগে সমুদ্র সৈকত নগরী দিঘায় অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উদ্বোধন হল ‘ জগন্নাথ মন্দির ‘। আর তারপর থেকেই সকলের প্রিয় দিঘা হয়ে উঠেছে ‘ জগন্নাথধাম ‘।
অক্ষয় তৃতীয়ার (Akshay Tritiya) দিনই সর্বসাধারণের জন্য খুলে গেল দিঘার জগন্নাথ মন্দির। জানা যাচ্ছে এখনই দিঘাতে ২ লক্ষেরও বেশি ভক্তসমাগম ঘটেছে। অনেকেই যাচ্ছেন জগন্নাথ দেবের দর্শনে। কিন্তু কীভাবে পুজো দেবেন, বা মন্দিরে প্রবেশের নিয়ম জানেন কি? চলুন জেনে নেওয়া যাক…
দিঘার (Digha) জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, সকাল ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শন করা যাবে জগন্নাথ দেবকে। এই সময়ের মধ্যে দিতে পারবেন পুজোও। পাশাপাশি, মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল সাতটা, দশটা, বারোটা ও সন্ধে ছটায় ভোগ নিবেদন করা হবে বিগ্রহকে। আর দুপুরে আয়োজন করা হয়েছে রাজভোগের।
আরও পড়ুন: জগন্নাথ দেবকে আরতি করলেন মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
তবে মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য মানতে হবে কিছু নিয়ম। জানা যাচ্ছে, মন্দিরের মোট ৭ টি দরজা রয়েছে। আর মধ্যে মাত্র এক, দুই, তিন ও ছয় নম্বর দরজা দিয়ে আপাতত প্রবেশ করা যাবে মন্দিরের ভিতর। মন্দিরের মূল দরজার সামনে রয়েছে জুতো খোলার কাউন্টার। সেখানেই জুতো খুলে প্রবেশ করতে হবে মন্দিরের মূল ফটকে।
পুরীর জগন্নাথ মন্দিরে ঠিক যা যা হয়, দিঘার জগন্নাথ মন্দিরেও নিয়ম মেনে হতে চলছে তাই। পুরীতে যেমন প্রত্যেকদিন সকাল আর বিকেলে মন্দিরের চূড়ায় ধ্বজা লাগানো হয় এবং খোলা হয়, দিঘার জগন্নাথ মন্দিরেও একই নিয়ম বহাল থাকবে।
দেখুন অন্য খবর