কাঁথি: দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple, Digha) উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জগন্নাথধাম যাত্রা এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর সস্ত্রীক ছবি প্রকাশ্যে আসার পর থেকেই দলের অন্দেরই প্রশ্নে মুখে পড়েছেন দিলীপ ঘোষ। রাজ্যের বিরোধী দলের নেতাদের মধ্যে একমাত্র তিনিই ছিলেন সেখানে। তার পরেই তাঁকে কটাক্ষ করেন শুভেন্দু থেকে সৌমিত্র খাঁরা (Saumitra Khan)। দিলীপ ঘোষ বললেন, “মমতার আঁচলের তলায় থেকে বড় হয়ে আমাকে বিজেপি শেখাচ্ছে।” সৌমিত্র কটাক্ষ করে একটি ফেসবুক পোস্টে লিখেছেন, “একজন “ত্যাগী” থেকে কীভাবে “ভোগী” হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি Dilip babu।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই দলের তাবড় তাবড় নেতা থেকে কর্মী-সমর্থক, সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। এনিয়ে সৌমিত্র খাঁ একটি ফেসবুক পোস্টে লিখেছেন, “একজন “ত্যাগী” থেকে কীভাবে “ভোগী” হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি Dilip babu। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এঁদের তাড়িয়ে আজ নিজেই তাঁদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন “আদর্শবান পুরুষ” হওয়া যায় তা চিন্তার বিষয় ! বাংলার বিজেপির লজ্জা আপনি।”এরপর পাল্টা দিয়ে দিলীপ ঘোষ বলেন, দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারও নেই। আমাকে হিন্দুত্ব বোঝাবেন না। যারা বড় কথা বলছেন তাঁরা মমতার আঁচলের তলায় থেকে বড় হয়েছেন!”
আরও পড়ুন: ‘মমতার আঁচলের তলায় থেকে এসে বিজেপি শেখাচ্ছে’, গর্জন দিলীপ ঘোষের
দিঘার মন্দিরের উদ্বোধনের দিনে মমতার সঙ্গে দিলীপের বৈঠকের পরেই জল্পনা তৈরি হয়েছিল যে, তিনি কি তৃণমূলের যোগ দিচ্ছেন? বিজেপির নেতাদের একাংশের মধ্যেও সেই জল্পনা শুরু হয়েছিল। এই জল্পনা নিয়েও মুখ খুলেছেন দিলীপ। তিনি জানিয়েছেন, যত দিন দলে ‘সন্দেহ’ ছিল না, তত দিন দল এগিয়েছে। তাঁর কথায়, ‘‘কিছু লোক হয়তো চাইছেন, আমি পার্টি ছাড়লে জায়গা খালি হবে, সুবিধা হবে। সই সুযোগ নেই। রাজনীতি ছাড়লেও পার্টি ছাড়ব না। ললেন, দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারও নেই। আমাকে হিন্দুত্ব বোঝাবেন না। যারা বড় কথা বলছেন তাঁরা মমতার আঁচলের তলায় থেকে বড় হয়েছেন!”
দেখুন ভিডিও