ওয়েব ডেস্ক: পাকিস্তানি (Pakistan) যুদ্ধবিমানের সিগন্যাল ও দিকনির্ণয় পণ্ড করতে বিরাট জ্যামিং সিস্টেম বসাচ্ছে ভারত। সূত্রের খবর, ভারত যে জ্যামার ব্যবহার করছে তা একাধিক দেশের সিগন্যালে প্রভাব ফেলতে পারে। আমেরিকা ও চিনের (China) মতো দেশগুলি দিকনির্ণয় প্রযুক্তি ব্যবহার করে পাক বায়ুসেনা। কিন্তু ভারতের জ্যামার প্রযুক্তি এবার সেই সিস্টেমকেও হার মানাবে।
আরও পড়ুন: ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত
২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। একজন ছাড়া, সকলেই পর্যটক। তদন্তে উঠে এসেছে, নিরীহ মানুষদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ শুরু করে দিল্লি। যার মধ্যে রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি, পাকিস্তানিদের ভিসা বাতিল। দূতাবাসের কর্মী ছাটাই।
বুধরাতে ঘোষণা করা হয়, পাকিস্তানের কোনও বিমান ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না। ৩০ এপ্রিল থেকেই সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ২৮ মে পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশিকা।
দেখুন আরও খবর: