ওয়েবডেস্ক: পহেলগাম হামলাকারীরা (Pahalgam Attack) দক্ষিণ কাশ্মীরে (South Kashmir) লুকিয়ে? এনআইএর (NIA) গোয়েন্দারা তেমনই খবর পাচ্ছেন। উদ্বেগজনক বিষয় হচ্ছে তারা সক্রিয় রয়েছে। দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে রয়েছে। সেখানে তারা নিজেরা খাবারের ব্যবস্থাও করছে। উন্নত প্রযুক্তির সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ (Commiunication) রাখছে। জম্মু ও কাশ্মীরের গলিতে গলিতে জঙ্গীদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিস। তদন্তে উঠে আসছে, যে জঙ্গীরা হামলা চালিয়েছিল শুধুই তারা নয় আরও জঙ্গী ছিল সেখানে। ওই জঙ্গীরা যাতে অপারেশন করে বেরিয়ে আসতে পারে তার কভার দেওয়ার জন্য নিয়োজিত ছিল। ফলে হামকালীদের চেয়েও বেশি সংখ্যায় জঙ্গী রয়েছে। এরপর তারা কি আর কোনও হামলার টার্গেট খুঁজছে?
মিনি সুইজারল্যান্ড বলে খ্যাত বৈসারণ উপত্যকায় প্রবেশ ও প্রস্থানের জায়গা ঘিরে দাঁড়িয়েছিল জঙ্গীরা। এরপরই এলোপাথাড়ি গুলি চালানো হয়। ঘটনায় নৌ বাহিনীর এক অফিসার সহ ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। প্রত্যেক প্রতক্ষ্যদর্শীর সঙ্গে কথা বলেছেন নেভির অফিসাররা। চিরুনি তল্লাশি চলছে। ঘটনার এক সপ্তাহ পর কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা একপ্রকার নিশ্চিত জঙ্গীরা লুকিয়ে দক্ষিণ কাশ্মীরে।
আরও পড়ুন: