ওয়েব ডেস্ক: ফের শহরে আগুন আতঙ্ক! বড়বাজারে রেস্তোরাঁয় আগুনের পর এবার চিনার পার্কের (Chinar Park)এক রেস্তোরাঁয় (Resturant) আগুন (Fire)! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত দমকলের ২ টি ইঞ্জিন।
বৃহস্পতিবার সাতসকালে আগুন লাগতে দেখা যায় চিনার পার্কের ওই রেস্তোরাঁয়। দাউদাউ করে জ্বলতে থাকে। ঘটনার খবর পেয়েই দমকল পৌঁছয়। তবে জানা যাচ্ছে, আগুন বেশকিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও বেশ কিছু ফায়ার পকেট রয়ে গিয়েছে।
গতকাল ছিল অক্ষয় তৃতীয়া, ভালোই ভিড় হয় রেস্তোরাঁতে। আজ সকালে হঠাৎই বন্ধ রেস্তোরাঁয় লাগল আগুন। কালো ধোঁয়া ভিতর থেকে বেরিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আগুনের কথা শুনে আশেপাশের বিল্ডিংয়ের বাসিন্দারা নীচে নেমে আসেন।
আরও পড়ুন: মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডে মৃত ১৫, চলছে উদ্ধার কাজ, সিট গঠন পুলিশের
দমকলকর্মীরা রেস্তোরাঁর ছাদে উঠে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখনও বেশকিছু জায়গায় ফায়ার পকেট রয়ে গিয়েছে, সেগুলি নেভানোর চেষ্টা চলছে।
দেখুন অন্য খবর