ওয়েব ডেস্ক: ট্রেন্ডের (Trend) আরেক নাম বলা যেতেই পারে সোহিনী সরকার (Sohini Sarkar)। বোহেমিয়া স্টাইলেই বেশি ধরা দেন তিনি। তবে এবার একদম ক্যাসুয়াল লুকে (Casual Look) ইনস্টাগ্রামের পর্দায় ধরা দিলেন অভিনেত্রী। তাঁর সেই মোহময়ী লুকে কুপোকাত ৮ থেকে ৮০ সকলে। চলুন দেখে নেওয়া যাক তাঁর সেই ট্রেন্ডি লুক ….
View this post on Instagram
আরও পড়ুন: থাইল্যান্ডের সমুদ্র সৈকতে ছুটির মেজাজে মালাইকা অরোরা
বোহেমিয়া লুকের জন্য ফেমাস সোহিনী সরকার (Sohini Sarkar)। বিভিন্ন সময় তিনি সেই লুকে ইনস্টাগ্রামে ধরা দিয়ে, সকল পুরুষ হৃদয়ে ঝড় তোলেন। তবে এবার বৈশাখের তপ্ত দুপুরে একেবারে ক্যসুয়াল লুকে ধরা দিলেন অভিনেত্রী। গ্রীন ওভার সাইজেড টপ, সঙ্গে শর্ট ডেনিম, চোখে কালো রোদ চশমা, সঙ্গে একটু বোহেমিয়ার ছোঁয়া রেখে ঝোলা ব্যাগ। একদম নো মেকাপ লুকে, বাড়ির বাগানের সামনে করলেন ফটোশুট (Photoshoot)।
দেখুন অন্য খবর