কলকাতা: চুটিয়ে ছুটি উপভোগ করছেন মালাইকা আরোরা (Malaika Arora)। থাইল্যান্ডের (Thailand Holiday Malaika Arora) সমুদ্র সৈকতে একাকী ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মালাইকা অরোরা এখন ছুটি কাটানোর মুডে, থাইল্যান্ডে একাকী সময় কাটানোর আনন্দে মেতে উঠেছেন। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় ছুটির মুহূর্ত ভক্তদের জন্য শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে অভিনেত্রীকে ঠান্ডা জলে পা ভিজিয়ে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অভিনেত্রী কমলা, গোলাপী, হলুদ, নীল এবং সাদা রঙের একটি রঙিন, ঢেউ খেলানো প্যাটার্নের ওয়ানপিস পরেছিলেন। বলিডিভা থেকে আকাশে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “হ্যালো ফুকেট।”
ছুটির দিনেও, মালাইকা হাইড্রেটেড থাকছেন। ফিটনেসের উপর নজর রেখেছেন। তিনি প্রাকৃতিক সৌন্দর্যে ভেসে নারকেল জল উপভোগ করছেন। সম্প্রতি, মালাইকা নিউ ইয়র্কে ছুটি কাটিয়ে দেশে ফিরেছিলেন। নিউ ইয়র্কে তিনি স্টাইলিশ ড্রেসে সকলের নজর কেড়েছিলেন।
View this post on Instagram
আরও পড়ুন: হরর মুভিতে জুটি বাঁধলেন ঐন্দ্রিলা-অঙ্কুশ
অন্য খবর দেখুন