ওয়েব ডেস্ক: দর্শকদের নিশ্চয়ই মনে আছে গত বছরের মাঝামাঝি এক সাক্ষাৎকারে অনিল কাপুর-পুত্র হর্ষবর্ধন(Anil Kapoor Son Harshavardha) দাবি করেছিলেন যে অস্কারজয়ী ‘লাইফ অফ পাই'(Life of Pi) ছবিতে ‘পাই’ চরিত্রটির জন্য অডিশন দিলে আমার সুন্দর চেহারার জন্য বাদ দেওয়া হয়। এই চরিত্রটি দক্ষিণ ভারতের পুদুচেরির। তারপরই তার বিরুদ্ধে উঠেছিল বর্ণবিদ্বেষের অভিযোগ। যা সংবাদের শিরোনামে উঠে এসেছিল।
এবার এক অন্যরকম মন্তব্য করে দক্ষিণে ইন্ডাস্ট্রির সঙ্গে বিতর্কে জড়ালেন বলিউডের ভাইজান (Bhaijan)। দক্ষিণী দর্শকদের নিয়ে তিনি এক বেফাঁস মন্তব্য করলেন ‘সিকন্দর'(Sikandar) ছবির প্রচারের সময়। ট্রেনে বলেন হিন্দি দর্শকরা ভারতীয় সুপারস্টারদের ছবি দেখতে পছন্দ করেন। কিন্তু দক্ষিণী দর্শকরা বলিউডের ছবি দেখেন না। কাজেই ব্যবসায় এর যথেষ্ট প্রভাব পড়ে।
আজকে ভাইজানের এই বিরূপ মন্তব্যের প্রতিবাদে দক্ষিণী সুপারস্টার নানি(Nani) এগিয়ে আসেন। এ প্রসঙ্গে নানি উল্লেখ করেন যে হিন্দি সিনেমা বহুদিনের প্রাচীন দক্ষিণ সিনেমা এসেছে অনেক পরে। দক্ষিণী সিনেমা দর্শকদের ভালোবাসা পাচ্ছে সাম্প্রতিককালে। এমনকি কয়েক বছর আগেও আন্তর্জাতিক বাজারে দক্ষিণী ছবির কোন কদর ছিল না। দক্ষিণী অভিনেতা আরো বলেন দক্ষিণের যেকোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন তার প্রিয় হিন্দি ছবির নাম তাহলে দেখবেন অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের(Amitabh Bachan and Sharukh Khan) ছবির কথাই বলবেন তারা। ছোটবেলায় আমরা সবাই হিন্দি সিনেমা দেখতাম। আমাদের অন্যতম প্রিয় ছবি ছিল ‘কুচ কুচ হোতা হে’,’দিল তো পাগল হে’ এই সমস্ত ব্লকবাস্টার ছবি।
প্রসঙ্গত, নানি উল্লেখ করেন শুধু ছবি নয়, সলমন খানের বিভিন্ন সিনেমার গান আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে গাওয়া হয় এমনকি, বিবাহ অনুষ্ঠানেও গাওয়া হয়। আর সত্যিই যদি ওর ছবি দক্ষিণী দর্শকরা না দেখতো তাহলে উনি কি সুপারস্টার হতে পারতেন!