কলকাতা: নেট দুনিয়ায় বরাবরই ট্রেন্ডিংয়ে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। রোদ ঝলমলে লস অ্যাঞ্জেলস-এর একটি সুইমিং পুলে সাঁতার কাটার একটি ছবি শেয়ার করেছেন ‘দেশি গার্ল’। এমন ছবি নিঃসন্দেহে জলের উষ্ণতা বাড়িয়ে তুলেছে। প্রিয়াঙ্কার রূপে ও গুণে মুগ্ধ ব্যক্তির সংখ্যা নেহাতি কম নয়। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার্স বড় বড় হলিউড স্টারদের টেক্কা দেয়।
হলিউড ও বলিউডে সমান তালে কাজ করছেন। কাজের মাঝে নিজেকে ফিট রাখতে সব সময় শরীরচর্চা করেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ প্রিয়াঙ্কা। অভিনেত্রীর যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, লস অ্যাঞ্জেলসে রোদ ঝলমলে দিনে সুইমিংপুলে সময় কাটাছেন দেশিগার্ল। সুইমিং পুলে সাঁতার কাটার একটি ছবি শেয়ার করেছেন পিগিচপস। স্ট্র্যাপলেস ওয়ান-পিস হলুদ সাঁতারের পোশাক এবং চিক ব্রাউন স্পোর্টস ব্রা এবং ম্যাচিং শর্টস পরে জিমে ওয়ার্কআউটের করেছেন। ক্যাপশানে লেখা “যখন সম্ভব হয় তখন আমি বিভিন্ন উপায়ে নিজের যত্ন নিই। ছবিতে হলুদ সুইমস্যুটে পুলের জলে শরীর ডুবিয়ে উপভোগ করছেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra Posts Pics Yellow Swimsuit)। নীল জলে ডান হাত ছড়িয়ে নায়িকার কালো সুইমস্যুট পরা এমন ছবি নায়িকার ভিন্ন মুডের কথাই জানান দিচ্ছে। ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘‘… নিস্তব্ধতা এবং আমি…।’’ ছবিটিতেও লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
View this post on Instagram
আরও পড়ুন: রাষ্ট্রপতি ভবনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল পদ্ম পুরস্কার ২০২৫
অন্য খবর দেখুন