কলকাতা: আজকের দিনে কলকাতার আকাশে থাকবে রোদের ঝলকানি আর মেঘের লুকোচুরি (Weather Update)। সকাল থেকে আবহাওয়া বেশ পরিষ্কার থাকলেও দুপুরের পর মেঘলা হতে পারে শহরের আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে। বাতাসের আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৭০ শতাংশ, ফলে গরমে অস্বস্তি অনুভূত হতে পারে শহরবাসীর (Kolkata Weather Update)।
আজ কলকাতায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৭ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে। ফলে দিন ও রাতের দৈর্ঘ্যের মধ্যে থাকবে প্রায় ১২ ঘণ্টা ৫৪ মিনিটের ব্যবধান। যারা সূর্যাস্তের মোহময় দৃশ্য উপভোগ করতে চান, তাদের জন্য আজকের সন্ধ্যা দারুণ হতে চলেছে।
আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স্বের আগে ‘বড়’ ঘোষণা পূর্ব রেলের
হুগলি নদী সংলগ্ন এলাকাগুলিতে আজ জোয়ার ও ভাটার সময়সূচিও জানা গেছে। প্রথম জোয়ার এসেছে মধ্যরাত ১২টা ৫১ মিনিটে এবং প্রথম ভাটা হয়েছে সকাল ৮টা ১২ মিনিটে। দ্বিতীয় জোয়ার হবে দুপুর ১টা ১৩ মিনিটে এবং রাত ৮টা ৩৯ মিনিটে পড়বে দ্বিতীয় ভাটা। নদী ঘেঁষা অঞ্চলে যাতায়াতের সময় এই সময়সূচি মাথায় রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন।
দিনের প্রথমভাগে খোলামেলা আকাশ থাকলেও বিকেলের দিকে শহরের কিছু অংশে হালকা মেঘলা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। বাইরে বের হলে হালকা পোশাক পরিধান ও যথেষ্ট পরিমাণে জলপান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
কলকাতাবাসী আজকের দিন উপভোগ করুন রোদের ঝলমলে পরশ আর নরম মেঘেদের সঙ্গী করে। সতর্ক থাকুন অতিরিক্ত গরমের হাত থেকে এবং সময় বুঝে নদী ও সমুদ্রপারে ভ্রমণের পরিকল্পনা করুন।
দেখুন আরও খবর: