সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলেই ১৩ জুন শুরু হতে চলেছে কোপা আমেরিকা। করোনার প্রবল প্রতাপে প্রতিদিনই ব্রাজিলে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এই প্রেক্ষিতে ব্রাজিলের ফুটবলাররা কোপা আমেরিকায় খেলতে রাজি হচ্ছিলেন না। তাদের সব আগ্রহ ছিল বিশ্ব কাপ কোয়ালিফাইং ম্যাচগুলোর দিকে। অধিনায়ক কাশেমিরো বলেছিলেন ৮ জুন প্যারাগুয়ে ম্যাচের পর আমরা এই নিয়ে ভাবব। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ব্রাজিল ফুটবলাররা কোপায় খেলতে রাজি হয়েছেন। এ ব্যাপারে সরকারিভাবে ঘোষণা হবে ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচের পর। ১৩ জুন প্রথম ম্যাচে ব্রাজিলের লড়াই ভেনেজুয়েলার সঙ্গে। পর দিন আর্জেন্তিনা মাঠে নামবে। তাদের সামনে চিলি।
বুধবার ভারতীয় সময় ভোর ছটায় ব্রাজিল বিশ্ব কাপ কোয়ালিফাইং ম্যাচ খেলবে প্যারাগুয়ের সঙ্গে সে দেশের মাঠে গিয়ে। লাতিন আমেরিকার দশ দেশের লড়াইয়ে ব্রাজিল ইতিমধ্যেই পাঁচটি ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে। বিরাট কোনও অঘটন না ঘটলে কাতার বিশ্ব কাপে তারা কোয়ালিফাই করে গেছে বলেই ধরে নেওয়া যায়। কিন্তু কোচ তিতে সেজন্য কোনও রকম আত্মতুষ্টিতে ভুগছেন না। প্যারাগুয়ের বিরুদ্ধে তিনি পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে চান। তবে দুই অভিজ্ঞ ফুটবলার রাইট ব্যাক ড্যানি আলভেজ এবং সেন্টার ব্যাক থিয়াগো সিলভাকে তিনি পাচ্ছেন না। তাঁরা দুজনেই চোটের কবলে পড়েছেন। তবে বাকি তারকাদের সবাইকেই পাওয়া যাচ্ছে। বিশেষ করে ফরোয়ার্ডে নেমার, রিচার্লিসন এবং ফির্মিনোকে নিয়েই শুরু করতে চান তিতে। গোলে আলিসন বেকার, মাঝ মাঠে মার্ককুইনহোস এবং কাশেমিরো ব্রাজিলের বিরাট শক্তি।
পারাগুয়েও পাঁচটি ম্যাচ খেলেছে। তাদের পয়েন্ট সাত। ভেনেজুয়েলার বিরুদ্ধে জিতেছে তারা। ড্র করেছে বাকি চারটি ম্যাচ। এর মধ্যে আছে আর্জেন্তিনার সঙ্গে ১-১ এবং উরুগুয়ের সঙ্গে গোল শূন্য ড্র। বাকি দুটি ম্যাচে পেরু এবং বলিভিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও পারাগুয়ে ২-২ ড্র করে মাঠ ছেড়েছে। তবে তাদের স্ট্রাইকার আ্যাঞ্জেল রোমেরো চারটি গোল করে গোলের মধ্যে আছেন। ভাল ফর্মে আছেন মিগুয়েল আলমিনসন এবং অস্কার রোমেরোও। ফেভারিট ব্রাজিলের বিরুদ্ধে পারাগুয়ে কোচ এদুয়ার্দো বেরিজো এখন কী ছকে খেলেন তাই এখন দেখার।
বুধবার ভোরের অন্য ম্যাচে লিওনেল মেসির আর্জেন্তিনার সামনে কলম্বিয়া। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আর্জেন্তিনা এখন আছে দু নম্বরে। গত ম্যাচে তারা চিলির সঙ্গে ১-১ ড্র করেছে। আর কলম্বিয়া ৩-০ হারিয়ে দিয়েছে পেরুকে। সাম্প্রতিক ফর্মে লিওনেল মেসির আর্জেন্তিনার জেতা উচিত। তাদের ফরোয়ার্ড লাইনে মেসির সঙ্গে থাকবেন অ্যাঞ্জেলো দিমারিয়া এবং সের্গেই অগুয়েরো। কলম্বিয়ার হামেশ রডরিগস খেলতে পারবেন না চোটের জন্য। তবে অধিনায়ক রাদামেল ফালকাও আছেন। আছেন ইয়েরি মিনা, মাতেয়ুস উরিবে এবং লুইস দিয়াজ। সব মিলিয়ে রেনাল্ডো রুয়েবার কলম্বিয়া লিওনেল স্কালোনির আর্জেন্তিনার সঙ্গে কতটা লড়ে তার দিকে নজর থাকবে গোটা বিশ্বের।