করোনা মহামারী থেকে নিস্তার নেই কারোর। তা সে অফিসকর্মী হোক কিংবা কোনও ভিক্ষুক বা ভবঘুরে। তাই এবার ভিক্ষুক এবং ভবঘুরেদের কথা ভেবে তাঁদের জন্যেও টিকাকরণ চালু করবে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এই বিষয়ে দেশের সকল মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন।
শুধু সমাজের উচ্চ স্তরেই এই টিকাকরণকে সীমাবদ্ধ রাখলে চলবে না। তার সঙ্গে সঙ্গেই এবার সমাজে দুর্বল শ্রেণির মানুষদের টিকাকরণ প্রয়োজন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন রাজেশ ভূষণ। তিনি জানিয়েছেন যে, রাজ্য গুলির উচিৎ, সেই সব দুর্বল মানুষ গুলির যত দ্রুত সম্ভব টিকাকরণের ব্যবস্থা করা।
আরও পড়ুন : সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, নিম্নমুখী মৃত্যু
চিঠিতে আরও উল্লেখ আছে যে, চলতি বছরের ৬ মে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল, ভিক্ষুক, ভবঘুরে এবং যাযাবর শ্রেণির মানুষ, যাঁদের নিজেদের কোনও পরিচয়পত্র নেই, তাঁদের টিকাকরণের ব্যবস্থা করা হোক। তার জন্য দরকার পড়লে স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওদের সাহায্য নিতে পারে রাজু সরকার বলে জানিয়েছে কেন্দ্র। এই টিকাকরণের জন্য রাজ্য গুলিকে সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন : টিকাকরণে গতি আনতে ৬৬ কোটি ভ্যাকসিন কিনছে কেন্দ্র
এখনও পর্যন্ত প্রায় ৪৫ কোটি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। কিন্তু ৪৫ কোটি টিকাকরণের মধ্যে এখনও পর্যন্ত ভিক্ষুক বা ভবঘুরে যাঁরা, তাঁদের কাউকে টিকাকরণের অন্তর্ভুক্ত করা হয়নি। তাঁদের থেকেও সংক্রমণ ছড়াতে পারে। সেই সংক্রমণ রুখতে শীঘ্রই রাজ্যের প্রতিটি রাজ্যের ভিক্ষুক এবং ভবঘুরেদের টিকা দেওয়ার আর্জি জানিয়ে রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।