ওয়েবডেস্ক- পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলায় নিহত ২৬। ইতিমধ্যেই এই ঘটনার দায় স্বীকারও করে নিয়েছে লস্কর ই তৈইবার’ শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) (TRF)।
ইতিমধ্যেই ভারত-পাকিস্তানের (India-Pakistan) দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা চরমে উঠেছে। আর এবার বিএসএফ-এর এক জওয়ান অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীকে আটক করল পাকিস্তান রেঞ্জার্স (Pakistan Rangers) । বুধবার শেষ ডিউটি করেছিলেন তিনি। মঙ্গলবার রাতে শেষ কথা হয় স্ত্রীর সঙ্গে।
উদ্বিগ্ন তার পরিবার। বাড়ি ছেলে সুস্থ স্বাভাবিকভাবে ঘরে ফেরার অপেক্ষায় বসে আসে সকলেই।
আরও পড়ুন- কী সিদ্ধান্ত হল সর্বদল বৈঠকে? দেখুন বড় আপডেট
পঞ্জাবের ফিরোজপুর আন্তর্জাতিক সীমানা পার হতেই তাকে আটক করা হয়। তার মুক্তির জন্য বর্তমানে দুই বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে বলে খবর। জানা যাচ্ছে, ভুলবশত সে পাঞ্জাবের বর্ডার পার করে ফেলে, আর তারপরেই পাকিস্তান রেঞ্জার্স তাঁকে আটক করে।
পাকিস্তানে হেফাজতে থাকা বিএসএফ জওয়ানের নাম পিকে সিং (BSF jawan PK Singh) । জানা যাচ্ছে, বিএসএফের ওই জওয়ান কৃষিজমির কাছে কর্তব্যরত ছিলেন। জানা যাচ্ছে, ভারতীয় সীমান্তের বেড়া পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে পড়েন তিনি।
সূত্রের খবর, ফিরোজপুর সীমান্ত পেরোতেই তাঁকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স। আর এবার জানা যাচ্ছে, ওই বিএসএফ জওয়ান হুগলির রিষড়ার (Hoogly Rishra) বাসিন্দা।
দেখুন অন্য খবর-