ওয়েবডেস্ক: পাকিস্তানকে (Pakistan) সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র ঘোষণা করা হোক। দাবি তুললেন আমেরিকার (US) প্রাক্তন গোয়েন্দা আধিকারিক। আমেরিকা (US) এই ঘোষণা করুক। এমন দাবি তাঁর। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলায় ২৭ পর্যটকের মৃত্যু হয়েছে। পাঁচ পাকিস্তানের জঙ্গী এই হামলা করেছে। লস্কর ই তইবার ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলা করেছে। তারই মধ্যে মাইকেল রুবিন এই মন্তব্য করেন।
পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা ঘোষণা করা হোক। পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনিরকে সন্ত্রাসবাদী ঘোষণা করা হোক। ওসামা বিন লাদেনের সঙ্গে অসীম মুনিরেরর তুলনা করেছেন ওই প্রাক্তন আমেরিকার আধিকারিক। রুবিনের কথায়, অসীম মুনিরের সঙ্গে লাদেনের পার্থক্য এটাই যে, লাদেন গুহায় থাকত। মুনির প্যালেসে বাস করেন। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফরের থেকে আকর্ষণ ঘোরাতে এই হামলা।
আরও পড়ুন: ভারত সরকারের হুঙ্কারে প্রবল চাপে পাকিস্তান, ইসলামাবাদে জারি হাই অ্যালার্ট
তিনি এই হামলাকে হামাসের ইজরায়েল হামলার সঙ্গে তুলনা করেন। এইভাবে ২০২৩ সালে ৭ অক্টোবর হামাস ইজরায়েলে হামলা করে। মাইকেলের বক্তব্য, ইজরায়েল এরপর হামাসের সঙ্গে যা করেছে, ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে তাই করা।
দেখুন অন্য খবর: