কলকাতা: অ্যাকশন থ্রিলার ‘রক্তবীজ'(Raktabija) বক্সঅফিসে যথেষ্ট সা সাফল্য পেয়েছিল। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়(ShiboprasadMukhopadhya and Nandita Roy) পরিচালিত এই ছবি বছর দুয়েক আগে মুক্তি পেয়েছিল। এবার আসতে চলেছে ‘রক্তবীজ ২'(Raktabija 2)। ছবির প্রধান চরিত্রে আবির চট্টোপাধ্যায়,মিমি চক্রবর্তী(Abir Chattopadhya and Mimi Chakraborty) ছাড়াও থাকবেন কৌশানি মুখার্জি(Kaushani Mukherjee)।
আরও পড়ুন:‘পহেলগাঁওয়ের কথা আমাকে ভাবাচ্ছে’, শ্রেয়া ঘোষাল
জানা যাচ্ছে ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। শুটিং শেষ হওয়ার পর অভিনেতারা বিভিন্ন ছবি পোস্ট করেছেন। শোনা গিয়েছিল খলনায়ক হিসেবে ছবিতে থাকছেন অঙ্কুশ হাজরা। কৌশানী মুখোপাধ্যায়ের থাকার খবরে অভিনেত্রী নিজেই শিলমোহর দিলেন। বুধবার সেট থেকে ক্লাসটি খাতে বেশকিছু ছবি পোস্ট করেছেন অনুরাগীদের জন্য নায়িকা কৌশানি। তিনি লিখেছেন,’আর একটা শুটিং শেষ!! এবার পুজোয় আয়েশার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত থাকুন’।
উইন্ডোজ প্রোডাকশন হাউসের সঙ্গে ‘বহুরূপী’তে দর্শকরা কৌশানিকে যথেষ্ট পছন্দ করেছেন। এবার তারা দেখতে পাবেন তাকে ‘রক্তবীজ ২’ এ। এই ছবিতে তার চরিত্রের নাম আয়েশা।
অভিনেত্রীকে সুজিতের ‘কিলবিল সোসাইটি’তে দেখা গিয়েছিল। সেই ছবির সাফল্যের পর কৌশানি ভক্তদের চমকে দিয়ে জানালেন এবার পুজোয় ‘রক্তবীজ ২’ নিয়ে আবার বড় পর্দায় ফিরে আসছেন তিনি।