ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পহেলগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে, সরকার আজ অর্থাৎ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে। সরকারি সূত্রের খবর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্ব করতে পারেন। এর পাশাপাশি, আজ নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস. জয়শঙ্ক উপস্থিত ছিলেন। এই বৈঠকে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
আটারি সীমান্ত দিয়ে তাড়াহুড়ো করে ভারত ছাড়ছেন পাকিস্তানি নাগরিকরা। গত সপ্তাহে নয়াদিল্লিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ৬ জন পাকিস্তানি। তাঁদের ৪৫ দিনের ভিসা ছিল। কিন্তু সীমান্ত বন্ধের পর তাঁরা ভয় পেয়ে তাড়াহুড়ো করে ভারত ছেড়ে চলে যাচ্ছেন। এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকারী পাকিস্তানি নাগরিকদের ১ মে-র চলে যেতে বলা হয়েছে। যাদের সার্ক ভিসা আছে তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে চলে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: বিতান অধিকারীর দেহ পৌঁছল তাঁর বাড়িতে
আটারি সীমান্ত দিয়ে তাড়াহুড়ো করে ভারত ছাড়ছেন পাকিস্তানি নাগরিকরা। দিনকয়েক নয়াদিল্লিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ৬ জন পাকিস্তানি। তাঁদের ৪৫ দিনের ভিসা ছিল। কিন্তু সীমান্ত বন্ধের পর তাঁরা ভয় পেয়ে তাড়াহুড়ো করে ভারত ছেড়ে চলে যাচ্ছেন। এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকারী পাকিস্তানি নাগরিকদের ১ মে-এর চলে যেতে বলা হয়েছে। যাদের সার্ক ভিসা আছে তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে চলে যেতে বলা হয়েছে।
দেখুন আরও খবর: