কলকাতা: ফের কলকাতা মেট্রোর (Kolkata Metro Rail) লাইনে আত্মহত্যার চেষ্টা এবং ফের নিত্যযাত্রীদের ভোগান্তি। কিছুদিন আগেই অফিসের ব্যস্ত সময়ে আত্মহত্যার ঘটনা ঘটেছিল। আজ আবার একই কাণ্ড। তার উপর কাল রাত থেকে টানা বৃষ্টি চলছে, ফলে যাত্রীদের দুর্ভোগ হল আরও বেশি। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ নাগাদ রবীন্দ্র সদন (Rabindra Sadan) স্টেশনে এক যাত্রী লাইনে ঝাঁপ দেন। সে সময় দমদম (Dum Dum) যাওয়ার একটি ট্রেন রবীন্দ্র সদন ঢুকছিল। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। দরজা খুলে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।
আরও পড়ুন: দীপের হৃদয় নিয়ে বাড়ি ফিরল তূনীর
এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ব্যাহত হয় মেট্রো পরিষেবা। একদিকে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) এবং অন্যদিকে দক্ষিণেশ্বর (Dakshineshwar) থেকে সেন্ট্রাল (Central) পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়। বন্ধ ছিল মাঝের রবীন্দ্র সরোবর থেকে চাঁদনি চক পর্যন্ত যাতায়াত। তাছাড়া, মেট্রোর স্বাভাবিক সময়সূচি ব্যাহত হওয়ায় প্রবল ভিড় জমে যায়। অফিস টাইমে দমদম স্টেশন থেকে সাধারণত যত যাত্রী ওঠেন তার তিন-চার গুণ যাত্রী ওঠার চেষ্টা করেন।
বহু যাত্রী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাস-অটো ধরতে চলে যান। বৃষ্টিতে ভিজতে হয় অনেককেই। তবে প্রায় একঘণ্টা পর, সকাল ৯টা ৪৮ মিনিট নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। তবে স্বাভাবিক হওয়ার পরেও বেশ কিছুক্ষণ ভিড়ে ঠাসাঠাসি অবস্থা ছিল। এদিকে যে ব্যক্তি ঝাঁপ দিয়েছিলেন তিনি জীবিত আছেন কি না তা জানা যায়নি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বয়স ৩০।