ওয়েব ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিকের (Navy officer killed in Pahalgam Attack)। মৃত্যু হয়েছে ২৬ বছর বয়সি ইন্ডিয়ান নেভি অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালৈ
এর। হরিয়ানার বাসিন্দা ছিলেন বিনয়, গত ১৬ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পাশাপাশি, হায়দ্রাবাদে কর্মরত আইবির এক কর্মীর মৃত্যু হয়েছে এই হামলায়।
জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে আইবির এক কর্মীর। বিহারের বাসিন্দা হলেও ওই ব্যক্তি হায়দরাবাদের ইনটেলিজেন্স ব্যুরোর অফিসে সেকশন অফিসার হিসেবে কাজ করতেন। জঙ্গি হামলায়। অল্পের জন্য রক্ষা স্ত্রী ও সন্তানদের। স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে ‘লিভ ট্রাভেল অ্যালোওয়েন্স’ জম্মু ও কাশ্মীরে গিয়েছিলেন।
আরও পড়ুন: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, সৌদি সফরে ইতি টানলেন মোদি, রাতেই ফিরছেন দেশে
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার (Terror Attack in Pahelgam) খবর পাওয়ার পর সফর শেষ করে রাতে দেশে ফিরছেন মোদি। সূত্রের খবর, এই হামলায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পহেলগাঁওয়ে রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। হামলার ঘটনার পর পহেলগাঁওতে ‘সার্চ অপারেশন’ শুরু হয়েছে। পাশাপাশি দিল্লিতে হাই অ্যালার্ট জারি।
অন্য খবর দেখুন