ওয়েব ডেস্ক: কার্তিক আরিয়ান অভিনীত ‘নাগজিল্লা(Naagzilla): নাগ লোক কা পেহেলা কাণ্ড’ ছবির ঘোষণা করলেন প্রযোজক করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় ছবির মোশন পোস্টার(Motion Poster) শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শার্টবিহীন কার্তিক আরিয়ান(Kartik Aaryan) কার্তিক আরিয়ান একটি সাপের গর্ত থেকে বেরিয়ে শহরের দিকে তাকিয়ে আছেন। তার পরনে জিন্স আর অনাবৃত পিঠে পরিষ্কার বোঝা যাচ্ছে সাপের আঁশ। করণ জোহরের এই মোশন পোস্টার দেখে দর্শকরা হতবাক। এতদিন নাগিনদের কান্ড দর্শকরা দেখেছেন, এবার নাগ! এই পোস্টের দেখে স্বাভাবিকভাবেই দর্শকরা যথেষ্ট উত্তেজিত।
একজন আবার মজার ছলে কমেন্ট করেছেন ‘এ তো একতা কাপুরের পেটে লাথি! হায় ভগবান!’
ছবিটি পরিচালনা করছেন মৃগদীপ সিং লাম্বার(Mrighdeep Singh Lamba)। আরিয়ানকে নিয়ে এটি একটি ডার্ক কমেডি ছবি। করণের সঙ্গে এটি কার্তিকের দ্বিতীয় কাজ হতে চলেছে। ছবিতে কার্তিক ইচ্ছাধারী নাগ রূপে ধরা দিয়েছেন। ইমোশন পোস্টারের সঙ্গে কারণ লিখেছেন, ‘মানুষের পশ্চাদদেশ তো অনেক দেখেছেন এবার নাগেদের পশ্চাদদেশ দেখুন।’ পোস্টারে সঙ্গে কার্তিকের কণ্ঠস্বর বলছে এক ইচ্ছাধারী নাগের গল্প এটি। নিজের ইচ্ছে মত যেকোন রূপ ধরতে পারে।অর্থাৎ ইচ্ছাধারী নাগ। তার নাম প্রিয়ম্বদেশ্বর পেয়ারে চন্দ। বয়স ৬৩১ বছর।
এসব দেখে করণ জোহরকে লক্ষ্য করে একজন মন্তব্য করেছেন এ’মন অর্থহীন জিনিস আর তৈরি করবেন না। এটা আমাদের উপর এক রকম অত্যাচার।’
ছবি মুক্তির তারিখ লেখা হয়েছে ২০২৬ সালের ১৪ অগস্ট। তা নিয়েও একজন ফোরণ কেটেছেন,’আগে তো এ বছরের অগাস্ট আসতে দিন! উফফ বাবা ২০২৬ সালের ঘোষণা এত তাড়াতাড়ি! করণ জোহর তো সুপারফাস্ট!’
সূত্রের খবর এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন অক্ষয় কুমার। কিন্তু সাত বনাম মানুষের দ্বন্দ্ব থাকায় এই ছবির বিষয়বস্তু থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন অক্ষয়। তারপরই প্রস্তাব লুফে নিয়েছেন কার্তিক।