কলকাতা: রাতভর চোখে ঘুম নেই। প্রচণ্ড গরমে ঠিক মতো খাওয়াদাওয়া নেই। এসএসসি ভবনের সামনে অসুস্থ এক আন্দোলনকারী। মঙ্গলবার সকালে তাঁর মাথা ঘুরে পড়ে যায়, খবর এক আন্দোলনকারী সূত্রে (SSC Recruitment Scam)।
আরও পড়ুন: ভিতরে এসএসসির চেয়ারম্যান, বাইরে বিক্ষোভ
জানা গিয়েছে, অসুস্থ আন্দোলনকারী গ্রুপ ডি চাকরিহারা কর্মী। নাম ঈশানি কুন্ডু। প্রসঙ্গত, সোমবার বিকেল থেকে স্কুল সার্ভিস কমিশনের ভিতর আটজন অনশন এবং বাইরেও গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা বিক্ষোভ করছেন। ভিতরে যারা অনশন করছেন তাদের মধ্যেও বেশ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে দাবি চাকরিহারাদের।
দেখুন আরও খবর: