কলকাতা: সোমবারের পর মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় স্লোগান উঠছে এসএসসি ভবনের সামনে। রাতভর অবস্থানের পর মঙ্গলবার নিজেদের দাবি থেকে কিছুটা সরলেন আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকারা (SSC Job Loss Teachers’ Protest)। তাদের এখন দাবি যদি এসএসসি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে না পারে তাহলে তারা যেন যারা ট্রেন্টের অর্থাৎ অযোগ্য তাদের যাতে অবিলম্বে বহিষ্কার করে বা টারমিনেট করে। এদিন ধরনা থেকে স্লোগান ওঠে ‘হয় যোগ্যদের তালিকা, নয়তো অযোগ্যদের বরখাস্ত’। আন্দোলনকারী এক শিক্ষক জানান, যোগ্যদের তালিকা প্রকাশ করা না-হলে অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। মঙ্গলবার এই বিষয়ে আলোচনা করবেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা। ওই আলোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নিতে চান তাঁরা। পাহারা দিচ্ছিলাম যাতে এসএসসি চেয়ারম্যান বেরিয়ে যেতে না পারেন।
এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা। এসএসসি ভবন ‘ঘেরাও’ করে রেখেছেন তাঁরা।মঙ্গলবার সকালে আচার্য সদনের ভিতরে আটকে থাকা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, এই আন্দোলনে শুধু শিক্ষকেরা নেই। বাইরের বহু আন্দোলনকারীও এর সঙ্গে যুক্ত হয়েছেন। এরপরই আন্দোলনকারী চাকরিহারারা জানান, যোগ্য চাকরিহারারাই শুধুমাত্র আন্দোলনে সামিল হবেন। বহিরাগতরা আন্দোলনে যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে সচেতন থাকার আবেদন যোগ্য চাকরিহারাদের।
আরও পড়ুন: নরম হলেন চাকরিহারারা, অনাহারে কষ্ট পাক এসএসসি চেয়ারম্যান চান না তাঁরা
অন্য খবর দেখুন