নয়া দিল্লি: লোকসভায় (Lok Sabha) বিরোধী দলের দায়িত্ব কাঁধে নেওয়ার পর প্রথমবারের মতো আমেরিকার মাটিতে পা রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। শনিবার স্থানীয় সময় বস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তিনি। (Rahul Gandhi USA Visit) এবার তাঁর গন্তব্য, রোড আইল্যান্ডের ঐতিহ্যবাহী ব্রাউন বিশ্ববিদ্যালয়। সেখানকার অধ্যাপক ও ছাত্রদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নিতে প্রস্তুত এই কংগ্রেস নেতা।
বিমানবন্দরে রাহুলের অভ্যর্থনায় কোনও ত্রুটি রাখেননি ওভারসিস কংগ্রেসের শীর্ষকর্তা স্যাম পিত্রোদা। সামাজিক মাধ্যমে রাহুলকে স্বাগত জানিয়ে পিত্রোদা লিখেছেন, “রাহুল গান্ধি! আমেরিকায় আপনাকে আন্তরিক স্বাগত। আপনি তরুণ প্রজন্ম, গণতন্ত্র এবং উন্নত ভবিষ্যতের আশার কণ্ঠস্বর।” তাঁর এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়েছে কংগ্রেস সমর্থকদের মধ্যে।
আরও পড়ুন: একটা-দু’টো নয়, ড্রাম ভর্তি বোমা উদ্ধার আমডাঙায়
দু’দিনের এই সফরে শুধু ব্রাউন বিশ্ববিদ্যালয় নয়, প্রবাসী ভারতীয়দের সংগঠন ও ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেসের নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। কংগ্রেস নেতা পবন খেরা এই সফরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেছেন, “২১ ও ২২ এপ্রিল রাহুল গান্ধি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করবেন।” উল্লেখ্য, এর আগেও গত সেপ্টেম্বর মাসে তিন দিনের সফরে আমেরিকায় গিয়েছিলেন রাহুল গান্ধি।
তবে এই সফরের পেছনে নিছক সাক্ষাৎ নয়, রয়েছে এক বিশেষ রাজনৈতিক বার্তা। কারণ ‘ন্যাশনাল হেরাল্ড’ মামলায় ইতিমধ্যেই ইডি আদালতে চার্জশিট জমা দিয়েছে। এই প্রেক্ষাপটে রাহুলের বিদেশ সফর কংগ্রেসের কৌশলগত দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের অভিমত।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধের হুঁশিয়ারি নিয়ে ইতিমধ্যেই আমেরিকায় বিতর্কের ঝড় উঠেছে। এই উত্তপ্ত পরিবেশে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে রাহুলের উপস্থিতি যে নতুন করে কৌতূহল ও আলোচনা তৈরি করবে, তা বলাই বাহুল্য।
দেখুন আরও খবর: