ওয়েব ডেস্ক: বয়সের ফারাক হলেও বলিউড গায়ক হানি সিং(Honey Singh) একলা সময়ই নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। র্যাপার ‘ইয়ো ইয়ো হানি সিং’কে সম্প্রতি এক জন্মদিনের পার্টিতে রেস্টরায় দেখা গেল। বিতর্কিত হানি একসময় তো লাইন লাইট থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। বিচ্ছেদ হয়েছিল তার স্ত্রীর সঙ্গে। এবার নতুন করে তাকে নিয়ে আবার চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তার কারণ তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। সম্প্রতি এক মিশরীয় মডেল এমা বাকর(Emaa Bakr) এর ২৫ তম জন্মদিন উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেছেন গায়ক হানি সিং। এরপরই দুজনের ডেটিংয়ের (Dating Rumours)গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই লিখেছেন হানির জীবনে নতুন প্রেম!
আরও পড়ুন:পলক কি এখন শুধু ‘ভাল বন্ধু’! ইব্রাহিমের নজর রাশার দিকে?
ভিডিওতে দেখা যাচ্ছে কেক কাটার আগে হাসিঠাট্টার মধ্যে হাতে হাত ধরে সময় কাটাচ্ছেন হানি এবং মিশরীয় ওই মডেল এমা। ফুরফুরে মেজাজে দুজনকে দেখা যাচ্ছে। যথেষ্ট স্টাইলিশ ড্রেসে ধরা দিয়েছেন হানি। ভিডিওটি পোস্ট করে গায়ক লিখেছেন ‘শুভ জন্মদিন ক্লিওপেট্রা এমা…।’ ব্যাকগ্রাউন্ডে বাজে হানি সিং এর ‘মিলিয়নিয়র’ হিট গান আর কেক কাটছেন মডেল এমা বাকর।