ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রণ সংস্থা (CDSCO) স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তকমা দিয়ে এবার ৩৫টি ওষুধের উপর জারি করল নিষেধাজ্ঞা। কেন্দ্রীয় রিপোর্টে জানানো হয়েছে, এই ৩৫টি ওষুধ কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোল দফতর এই ওষুধগুলিকে উৎপাদন এবং বিক্রির অনুমোদন দিয়েছিল। কিন্তু কোন ড্রাগ পরীক্ষা ছাড়াই তা দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। আর এবার সেই সব ওষুধ করা হল নিষিদ্ধ।
আরও পড়ুন: মালদহে পৌঁছলেন জাতীয় মানবাধিকার কমিশন
মনে করা হচ্ছে এই গোটা বিষয়টির সঙ্গে কোন অসাধু উদ্দেশ্য জড়িত। পাশাপাশি, ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার কিছু কর্মীদের মধ্যেও গোপন যোগসাজশ রয়েছে বলে মনে করছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
তালিকায় এমন কিছু ওষুধ রয়েছে যা ঘরে ঘরে সকলে ব্যবহার করেন। রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে হৃদরোগ প্রতিরোধ, এমনকি ওজন কমানোর ওষুধ পর্যন্ত রয়েছে এই তালিকাতে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) রাজীব সিং রঘুবংশী এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ৩৫টি ওষুধের উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন।
দেখুন অন্য খবর