ওয়েব ডেস্ক: অশান্ত মুর্শিদাবাদ! বেশকিছুজন ঘরছাড়া। দোকানপাট করা হয়েছে ভাঙচুর। আর সেই আবহেই গতকাল মুর্শিদাবাদের দুই এলাকার আইসিকে করা হল বদল। সামসেরগঞ্জ ও সুতি থানার আইসিকে করা হয়েছে বদল। তার বদলে অন্যজনকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে। এবার সামসেরগঞ্জের আইসির নতুন আইসি সুব্রত ঘোষ। জানা যাচ্ছে, তিনি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সার্কেল ইনসেপেক্টর ছিলেন।
অন্যদিকে সুতি থানার নতুন আইসি হচ্ছেন সুপ্রিয় রঞ্জন মাঝি। তিনি পূর্ব বর্ধমান সদরের ট্রাফিক গার্ডের আইসি হিসাবে এতদিন নিযুক্ত ছিলেন।
প্রাথমিকভাবে অনুমান মুর্শিদাবাদের ওই এলাকায় অশান্তির জেরেই আইসি পদ থেকে তাঁদের সরিয়ে নতুন আইসি আনা হয়েছে।
আরও পড়ুন: ভারতের ২.৯ মিলিয়ন গ্রাহককে বিজ্ঞাপন দেবে না গুগল, জানুন আসল কারণ
ইতিমধ্যেই মুর্শিদাবাদের গোটা ঘটনার তদন্তে রাজ্যের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৫ সদস্যের সিট।
পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকেও জাতীয় মহিলা কমিশন এবং NHRC-র দল পাঠানো হয়েছে রাজ্যে।
দেখুন অন্য খবর