ওয়েবডেস্ক: ইউক্রেনে (Ukraine) ভারতের ফার্মা কোম্পানিতে (Indian Pharma Company হামলা চালাল রাশিয়া। ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসের (Embassy) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। কুসুম নামে ফার্মা ফার্মের গুদাম ঘরে (Ware House) এই হামলা চালানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতের বাণিজ্য জগতকে নিশানা করেছে রাশিয়া।
কিভে মিসাইল হামলা চালায় রাশিয়া। তাতে দূতাবাসের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে. রাশিয়া ক্রমাগত রাশিয়ায় ভারতের বাণিজ্য জগতকে টার্গেট করেছে। ইউক্রেন জানিয়েছে, দিল্লির সঙ্গে বিশেষ বন্ধুত্ব থাকলেও রাশিয়া ভারতের ওষুঘধ কোম্পানিগুলিকে নির্বিচারে টার্গেট করেছে। তার মধ্যে শিশু ও বৃদ্ধদের জন্য ওষুধও রয়েছে। শনিবার সকালে রাশিয়ার ড্রেন ভারতে হামলা করে। দূতাবাসের পক্ষ থেকে এদিন সকালে একটি ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গুদমাঘরের কাঠামো থেকে ধাোঁয়া বাড়ছে। সামনে রয়েছে একটি দমকলের ইঞ্জিন। তারপরই সেখানে আগুন ধরে যায়।
আরও পড়ুন: বিধ্বংসী টাইফুনের হানা, প্রবল ঝড়ে লণ্ডভণ্ড উত্তর চীন, দেখুন ভিডিও
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত রাশিয়া ও ভারতের কোনও মন্তব্য পাওয়া য।য়নি। লেক্স ফ্রিডম্যানের পডকাস্ট ইন্টারভিউতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টকে বলবেন এটা যুদ্ধের সময় নয়।
গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ত নির্বাচিত হওয়ার আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। শুক্রবারই ট্রাম্পের দূত উইটকফ রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। তারই মধ্যে ফের রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা। রাশিয়ার হানায় ইউক্রেনের বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
দেখুন অন্য খবর: