নদিয়া: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে (Indo-Bangladesh border) ১৪ লক্ষ টাকার ১১৬ গ্রাম অবৈধ সোনা উদ্ধার (Recovered Illegal Gold) করল বিএসএফের (BSF)। অবৈধ সোনা ও রূপো পাচার ব্যর্থ করেছেন বিএসএফ। বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে পাচারের চেষ্টা করার সময় দুই চোরাকারবারীকে আটক করেছে। ১১৬ গ্রাম সোনার বার উদ্ধার করেছে। উদ্ধার হওয়া জিনিসে বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। বিএসএফ সূত্রে খবর, ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফের জওয়ানরা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের তথ্য পান। এই তথ্যের ভিত্তিতে, জওয়ানরা মাজদিয়া এবং নালুপুর গ্রামে দুটি নাকা চেকপোস্ট তৈরি করে। তল্লাশির সময়, জওয়ানরা সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে এবং তার মানিব্যাগ থেকে ১টি সোনার বার উদ্ধার করে। জওয়ানরা তাকে ধরে পুট্টিখালী সীমান্ত ফাঁড়িতে নিয়ে যান।
আরও পড়ুন: দোলে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? কী বলছে আবহাওয়া দফতর!
ধৃতকে জিজ্ঞাসাবাদের সময় চোরাকারবারী জানায় যে সে পুট্টিখালী গ্রামের বাসিন্দা এবং চোরাকারবারীদের হয়ে কাজ করে। সে কৃষ্ণগঞ্জ ব্রিজের কাছে এক অজ্ঞাত ব্যক্তির কাছে এই সোনার বারটি হস্তান্তর করতে যাচ্ছিল। যার বিনিময়ে তাকে ৫০০ টাকা পেতেন। তবে, বিএসএফ জওয়ানদের তৎপরতায় চোরাচালানকারীদের পরিকল্পনা ব্যর্থ হয় এবং ঘটনাস্থলেই হাতেনাতে ধরা পড়ে। ঘটনায় দুজন পাচারকারীকে আটক করে। ১১৬ গ্রাম সোনার বার উদ্ধার করেছে বিএসএফ।
অন্য খবর দেখুন