ওয়েব ডেস্ক: ‘মেট গালা ২০২৫'(Met Gala 2025)এর লাল গালিচায়(Red Carpet) হাঁটবেন বলিউড বাদশা শাহরুখ খান(Bollywood Badsha Sharukh Khan)। অনেকেরই ধারণা প্রখ্যাত বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের(Fashion Designer Sabyasachi Mukherjee) তৈরি পোশাক পরে শাহরুখকে দেখা যাবে। এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির(Manager Puja Dadlani) কথায়। অর্থাৎ ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর সঙ্গে কোলাবোরেট করতে চলেছেন কিং খান। এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে ইনস্টাগ্রামের ‘টুইন টাইটন্স’ পোস্ট দেখে। যা পরে নেটিজেনদের ধারণা এবার ‘মেট গালা’য় সব্যসাচীর পোশাক পরেই হাঁটবেন বলিউড বাদশা। যদিও সংশ্লিষ্ট কারোর কাছ থেকেই এখনো সবুজ সংকেত কিছু পাওয়া যায়নি।
আরও পড়ুন:হিউস্টনে হৃতিক,করাচিতে বেবোকে নিয়ে পাকিস্তানের কুকীর্তি!
প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গেছে মাতৃত্বকে আলিঙ্গন জানানোর আগেই ‘মেট গালা’র রেড কার্পেটে হাঁটবেন কিয়ারা আদবানি(Kiara Advani)। শাহরুখের মতো এটি তাঁরও ডেবিউ। মে মাসের ৫ তারিখে নিউইয়র্কে আয়োজিত এই ফ্যাশন শোতে অংশ নিতে পেয়ারা পৌঁছে যাচ্ছেন।এবছরের ‘মেট গালা’র থিম ‘সুপারফাইন: টেলারিং ব্ল্যাক স্টাইল’।
অতীতে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট সহ একাধিক বলিউড তারকা নজর কেড়েছেন মেট গালায়।