ওয়েব ডেস্ক: বলিউডের হাই প্রোফাইল তারকা যুগল কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা(Sidharth Malhotra and Kiara Advani) পরিবারের নতুন সদস্যের অপেক্ষায় দিন গুণছেন। তাঁদের সমস্ত পরিকল্পনা এবং কাজকর্ম সবই যেন ভবিষ্যতের সন্তানকে ঘিরেই। তাদের জীবনে আসতে চলেছে নতুন অধ্যায়। একটি চ্যাট শোতে সিদ্ধার্থকে তাঁর সন্তান নিয়ে কথা বলতে শোনা গেল। কিভাবে তাকে বড় করবে এবং শিক্ষা দেওয়া হবে বিশেষত শিশু বয়স থেকেই তার মধ্যে মূল্যবোধ শেখানো- এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্তের মতামত জানা গেল। শিশুকে বড় করার সময় রাখবেন নিজের নিয়ন্ত্রণে।পুত্র সন্তানই নাকি চাইছেন কিয়ারা-সিদ্ধার্থ! মঙ্গলবার এই পডকাস্ট শোতে সিদ্ধার্থ মালহোত্রা তার জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন।
আরও পড়ুন:১৮ কোটি টাকা দিয়ে অনলাইনে কলেজ ছাত্রীর কুমারীত্ব কিনলেন হলি অভিনেতা!
প্রসঙ্গত, ২০২৩ সালে বিয়ে করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। আর বিয়ের ৩ বছরের মাথায়, খবর ভাগ করে নেন সন্তান আসার। এটি ছোটদের মোজার ছবি ভাগ করে জানান যে, তাঁরা শীঘ্রই বাবা-মা হতে যাচ্ছেন। সেই পোস্টে লেখা ছিল, ‘আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শিগগিরই আসছে’। অভিনেতারা কোনও নির্ধারিত তারিখ বা আর কোনও বিবরণ ভাগ করেননি। ভক্তরা এই পোস্টে সিদ্ধার্থ ও কিয়ারাকে অভিনন্দন জানিয়েছেন।