ওয়েব ডেস্ক: আজ সুরের সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষালের ৪১ তম জন্মদিন। তিনি যেমন ভালো গায়িকা, তেমন ভালো মেয়ে, ভালো গৃহিণী এবং ভালো মা। আইফা ২০২৫ এ শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গারের খেতাবও জেতেন তিনি। কিন্তু তাঁর প্রেম জীবন কীভাবে শুরু হয় জানেন কী? চলুন তাহলে জেনে নেওয়া যাক…
View this post on Instagram
আরও পড়ুন: শ্রীলীলা-কার্তিকের প্রেম কতটা এগিয়েছে!
বর্তমান সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শ্রেয়া ঘোষালের আজ জন্মদিন। টলিউড, বলিউডে যেমন নিজের আধিপত্য কায়েম করেছেন তিনি পাশাপাশি ভোজপুরি, কন্নড়, মালয়ালম, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং অসমীয়া-সহ বহু ভাষায় গান গেয়েছেন তিনি। রিয়্যালিটি শো জিতে সঙ্গীত জগতে পদার্পণ তাঁর।আর তারপর একের পর এক হিট গান। প্লে ব্যাক সিঙ্গার হিসাবে খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে গানের দুনিয়ায় প্রথিস্থিত করেন তিনি।
তবে তাঁর সঙ্গীত জীবন যেমন রোমাঞ্চকর, তাঁর প্রেম জীবনের গল্পও কিন্তু যেকোন সিনেমার প্লটকে হার মানাবে। শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখোপাধ্যায় একে অপরকে স্কুলজীবন থেকে চিনতেন। আর তারপর তাঁর সঙ্গেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন। অল্প বয়সেই গায়িকা শিলাদিত্যর প্রেমে পড়েন। তারপর ১০ বছর ধরে চুটিয়ে প্রেম করার পর, অবশেষে চার হাত এক হয় তাদের। শিলাদিত্যর বন্ধুর বিয়েতে শ্রেয়াকে তিনি বিয়ের প্রস্তাব দেন বলে জানা যায়।
দেখুন অন্য খবর