নয়াদিল্লি: হরিয়ানা পুরসভায় (Haryana Municipal Election) মেয়র উপনির্বাচনে (mayoral by-election) জয়লাভ করল বিজেপি (Bjp)। ১০- এর মধ্যে ৯টি আসন দখল করেছে তারা। গুরুগ্রাম, হিসার, কর্ণাল, রোহতক, ফরিদাবাদ, যমুনানগর, পানিপথ, আম্বালা এবং সোনিপথে জয়লাভ করেছে পদ্ম শিবির। একমাত্র মানেসরে নির্দল প্রার্থী ডা. ইন্দ্রজিৎ যাদবের কাছে পরাজিত হয়েছে বিজেপি।
গুরুগ্রামে জয়ী হয়েছেন বিজেপির রাজ রানী, মানেসরে নির্দল প্রার্থী ডা. ইন্দ্রজিৎ যাদব, ফরিদাবাদ প্রবীণ যোশী(বিজেপি), হিসার প্রবীণ পোপলি (বিজেপি), রোহতক রাম অবতার বাল্মিকী (বিজেপি), কারনালয় জয়ী রেনু বালা (বিজেপি), যমুনা সাগর জয়ী সুমন (বিজেপি), আম্বালা-শৈলজা সচদেবা (বিজেপি), সোনিপথ-জয়ী রাজীব জৈন (বিজেপি), পানিপথ-কোনাল সাইনি (বিজেপি)।
আরও পড়ুন: হায়দরাবাদে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের খাবারে ব্লেড, তুমুল উত্তেজনা
এই মাসের শুরুতে মানেসর, গুরুগ্রাম, ফরিদাবাদ, হিসার, রোহতক, কর্নাল, যমুনানগর, পানিপত, আম্বালা এবং সোনিপত পৌর কর্পোরেশনের মেয়র এবং ওয়ার্ড সদস্যদের পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আম্বালা এবং সোনিপত পৌর কর্পোরেশনেরও মেয়র পদের জন্য উপনির্বাচনও অনুষ্ঠিত হয়।
দেখুন অন্য খবর: