কলকাতা: দেব এরপর এবার বড় পর্দায় অঙ্কুশ হাজরার(Ankush Hazra) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন টলিউডের সর্বভারতীয় অভিনেতা যীশু সেনগুপ্ত(Jishu Sengupta)। ‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শোয়ে (Dance Bangla Dance reality show)বিচারকের আসনে দেখা গেছে এই দুই অভিনেতাকে। এছাড়াও বিচারকের আসনে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Sbhashree Ganguly),কৌশানি মুখোপাধ্যায়(Kaushani Mukherjee) এবং মহাগুরু মিঠুন চক্রবর্তী(Mahaguru Mithu Chakraborty)। ছোট পর্দার পর এবার বড় পর্দায় দুটি বাধ্যে চলেছেন অঙ্কুশ- যীশু।
আরও পড়ুন:কাশীর আদলে তৈরি সেটে প্রিয়াঙ্কা-মহেশ বাবুকে নিয়ে রাজামৌলির ছবি !
প্রসঙ্গত, ২০১৪ সালে সুপারস্টার দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ এর মতন ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন। এবার যীশুকে দেখা যাবে অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় ‘মির্জা ২'(Mirza 2) ছবিতে। বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করেছিল অঙ্কুশ প্রযোজিত এই ছবির প্রথম পর্ব। অঙ্কুশের কথায়, ‘এটি বাংলার সব থেকে বড় ছবি হতে চলেছে’। এই ছবিতে থাকছেন যীশু সেনগুপ্ত। একই সঙ্গে তিনি আরো বলেছেন, ‘মুম্বাইয়ের একটি বড় টিম এই ছবির গল্প নিয়ে কাজ করছে’। এখন দেখার দ্বিতীয় ভাগে অর্থাৎ ‘মির্জা ২’তে অন্যান্য শিল্পীরা কারা থাকেন!