কলকাতা: ভোটার লিষ্ট পরিষ্কার করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে (Subrata Baksi) মাথায় রেখে তৈরি করে দিয়েছিলেন একট কমিটি। আজ তৃণমূল ভবনে বৈঠকে বসছেন সেই কমিটির সদস্যরা। এছাড়াও থাকবেন সব সাংগঠনিক জেলার সভাপতি ও চেয়ারম্যানরা। ইতিমধ্যেই ভুয়ো ভোটার খুঁজতে বুথে বুথে বাড়ি বাড়ি স্কুটিনিতে গিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরা।
আরও পড়ুন: বাজারে জাল ওষুধের রমরমা
তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল কলকাতায় অবস্হিত নির্বাচন কমিশনে যাবেন ভূয়ো ভোটার সম্পর্কিত একটি স্মারকলিপি জমা দিতে। এই প্রতিনিধি দলে সুব্রত বক্সি ছাড়াও থাকবেন ফিরহাদ হাকিম,অরুপ বিশ্বাস,জয়প্রকাশ মজুমদার সহ তৃণমূল নেতৃত্ব। বিকেল ৪.৩০ এ তাদের নির্বাচন কমিশনে যাওয়ার কথা।
দেখুন আরও খবর:
\